×

জাতীয়

বিএনপির সমাবেশে আহত সংবাদকর্মীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৩, ০২:৪০ পিএম

বিএনপির সমাবেশে আহত সংবাদকর্মীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

গত ২৮ অক্টোবর রাজধানী ঢাকায় সমাবেশকে কেন্দ্র করে বিএনপির হামলায় আহত ২৮ জন গণমাধ্যমকর্মীদের চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।‌

আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডে আহত বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও পত্রিকার সাংবাদিকদের সঙ্গে দেখা করেন। প্রধানমন্ত্রী তাদের চিকিৎসার খবর নেন এবং সহায়তা প্রদানের আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সেক্রেটারি এহসানুল করিম, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু প্রমুখ।

এ সময় প্রধানমন্ত্রী বিএনপিকে সন্ত্রাসী দল আখ্যায়িত করে বলেন, ‘বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, তারা একটি সন্ত্রাসী দল। বিএনপি জানে নির্বাচনে অংশ নিলে পরাজিত হবে। তাই ভোট বানচালে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে দেশটি।’ শেখ হাসিনা বলেন, ‘গত ২৮ অক্টোবর সাংবাদিকদের ওপর হামলাকারীরা পার পাবে না। তাদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করা হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App