×

জাতীয়

যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত উকিল উদ্দিনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৩ পিএম

যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত  উকিল উদ্দিনের মৃত্যু

ছবি: সংগৃহীত

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় বাগেরহাটে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া আসামি শেখ মোহাম্মদ উকিল উদ্দিন মারা গেছেন। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাত ১টার দিকে মৃত্যু হয় তার। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুভাষ কুমার ঘোষ।

এর আগে ৭৭ বছর বয়সী উকিল উদ্দিন কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ছিলেন। অসুস্থতার কারণে সাত দিন আগে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই তিনি মারা যান বলে জানান জেল সুপার।

এ বিষয়ে তিনি বলেন, "মঙ্গলবার রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উকিল উদ্দিনের মৃত্যু হয়েছে।"

কেরানীগঞ্জের কারাগারে উকিল উদ্দিনের কয়েদি নম্বর ছিল ৮১৯/এ । তার গ্রামের বাড়ি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার হামচাপুরে, বাবার নাম মোসলিম উদ্দিন।

গত ৩০ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যুদ্ধাপরাধের দায়ে উকিল উদ্দিনসহ সাতজনকে মৃত্যুদণ্ড দেয়। রায় ঘোষণার দিন আরও দুই আসামির সঙ্গে উকিল উদ্দিনকে ট্রাইব্যুনালে উপস্থিত করা হয়েছিল।

দণ্ডিতদের বিরুদ্ধে আনা, হত্যা, ধর্ষণের মত সাতটি অভিযোগের সবগুলোই প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App