×

জাতীয়

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৩, ০৯:১১ এএম

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু

পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু, ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে টানা সাড়ে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এ সময় যাত্রী ও যানবাহন নিয়ে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের পদ্মার মাঝ নদীতে মোট ৪টি ফেরি আটকে ছিল।

এরআগে সোমবার রাত সাড়ে ১২টা থেকে কুয়াশার কারণে এ রুটে চলাচলকারী ফেরি বন্ধ করে দেয়া হয়। ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় যাত্রীবাহী বাস ও পণ্যবাহী গাড়ি আটকা পড়েছে। ফলে কনকনে শীতে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহণ শ্রমিকরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় জানিয়েছে, সোমবার ১২টা ৩০ মিনিটের পর থেকে পদ্মায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে কুয়াশা পড়তে শুরু করে। এ সময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর আগে নদীর উভয় ঘাট থেকে ছেড়ে আসা ৪টি ফেরি মাঝনদীতে আটকা পড়ে। এছাড়া পৃথক দুইটি ঘাটে ১০টি ফেরি যানবাহন ও যাত্রী নিয়ে নোঙর করেছিলো। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App