×

জাতীয়

৫ জোড়া ট্রেন বন্ধ, নিরাপত্তায় ২৭০০ আনসার মোতায়েন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৩, ০৬:১২ পিএম

৫ জোড়া ট্রেন বন্ধ, নিরাপত্তায় ২৭০০ আনসার মোতায়েন

ছবি: সংগৃহীত

নাশকতা ঠেকাতে পাঁচটি জোড়া ট্রেন চলাচল বন্ধ করেছে রেলওয়ে। এছাড়া ২ হাজার ৭০০ আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নাশকতার কারণে রেলওয়ের নিরাপত্তা বাড়ানো হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) রেলস্টেশনে ঢাকা বিভাগীয় রেলওয়ে ম্যানেজার শফিকুর রহমান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। শফিকুর রহমান আরো বলেন, নাশকতা এড়ানোর লক্ষ্যে রাতে চলাচলরত গুরুত্বপূর্ণ চারটি ট্রেন চলাচল বন্ধ এবং আন্তঃনগর যমুনা এক্সপ্রেসের যাত্রা সংক্ষিপ্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। একইসঙ্গে ঢাকা থেকে প্রতিটি ট্রেন চালুর আগে টহল ইঞ্জিন চালু ও রেলের নিরাপত্তায় ২ হাজার ৭০০ আনসার সদস্য নিয়োগ করা হয়েছে। এরইমধ্যে আনসার সদস্যরা কাজ শুরু করেছেন। দুই হাজার আনসার রেলওয়ে পুলিশ ও ৭০০ আনসার সদস্য রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) অধীনে নিয়োগ করা হয়েছে। শফিকুর রহমান বলেন, নাশকতার আশঙ্কায় এখন পর্যন্ত পাঁচ জোড়া ট্রেন বন্ধ করা হয়েছে। এর মধ্যে ঢাকা থেকে নারায়ণগঞ্জ, ময়মনসিংহ থেকে ভূয়াপূর, জামালপুর থেকে সরিষাবাড়ী ও যমুনা এক্সপ্রেস আংশিক বন্ধ করা হয়েছে। এগুলো রিমোট এরিয়া এবং রাত্রিকালীন যাত্রা হওয়াতে কোনো দুর্ঘটনা যেন না ঘটে, তাই বন্ধ করা হয়েছে। তিনি আরো বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নাশকতার কারণে রেলওয়ের নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিভিন্ন স্থানে রেললাইনে পেট্রলিং বাড়ানো হয়েছে। এছাড়া বিভিন্ন রুটে ট্রেন যাওয়ার আগে ইঞ্জিন এবং ট্রলি দিয়ে এডভান্স পাইলটিং করা হচ্ছে। উল্লেখ্য, গত ২৯ অক্টোবর থেকে বিএনপি-জামায়াত ও সমমনাদের আন্দোলনের মধ্যে গত কয়েকদিনে ট্রেনে নাশকতা উদ্বেগ ছড়িয়েছে। একটি ঘটনায় রেল লাইন কেটে দেয়া হয়েছে গাজীপুরে, একাধিক ট্রেনে দেয়া হয়েছে আগুন। সবচেয়ে প্রাণঘাতি ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে। সেদিন নেত্রকোণা থেকে ঢাকায় আসার পথে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন দেয়া হয় বিমানবন্দর স্টেশনের পরে। এতে প্রাণ হারান মা-শিশুসহ চার জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App