×

জাতীয়

রামগড়ে টাস্কফোর্সের অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৩, ০৪:১৪ পিএম

রামগড়ে টাস্কফোর্সের অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ

উদ্ধারকৃত মদ ও ফেন্সিডিল

খাগড়াছড়ি জেলার রামগড় সীমান্ত এলাকায় উপজেলা টাস্কফোর্স কমিটির বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ ও ফেনসিডিল জব্দ করা হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) ভোরে রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে সমন্বয় করেণ, উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন ও রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেব প্রিয় দাশের সমন্বেয় গঠিত টাস্কফোর্স। বিশেষ এ অভিযানে রামগড় থানার মন্দির ঘাট এলাকা থেকে ১৯২ বোতল ভারতীয় মদ ও ৪৯৮ বোতল ফেন্সেডিল জব্দ করে যৌথ অভিযানিক দলটি।

উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন বলেন, এখন থেকে টাস্কফোর্স কমিটির সমন্বয়ে মাদক, সন্ত্রাস, চোরাচালান ও পাচার রোধে নিয়মিত যৌথ অভিযান চলবে।

৪৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, যাবতীয় চোরাচালান ও অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে টাস্কফোর্স কমিটির অভিযান অব্যাহত থাকবে।

জব্দকৃত ভারতীয় মদ ও ফেনসিডিল আইনী প্রক্রিয়া শেষে ধ্বংশের জন্য বিজিবি জোন সদরে জমা দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App