×

জাতীয়

পরকীয়ার জেরে মেয়েকে খুন, মা গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৩, ১০:২৭ এএম

পরকীয়ার জেরে মেয়েকে খুন, মা গ্রেপ্তার

মায়ের পরকীয়ার কথা ফাস করায় নোয়াখালীর বেগমগঞ্জে মেয়ে সুমাইয়া বিনতে আলম স্মৃতি (১৭) কে হত্যা করেছে তার মা মারজাহান আক্তার সুমি (৩২)। এ হত্যার দুই বছর পর মা মারজাহান আক্তার সুমিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে জেলা শহরের মাইজদী বাজারের আনসার ক্যাম্প এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মারজাহান আক্তার সুমি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের আমির হোসেনের মেয়ে।

র‍্যাব-১১ জানায়, মেয়ে সুমাইয়া বিনতে আলম স্মৃতি মাইজদীর এম এ রশিদ বালিকা উচ্চ বিদ্যালয় স্কুলের ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল। তার বাবা বিদেশে থাকায় তার মা অন্য পুরুষের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে। যার কারণে তার বাবা তার মাকে তালাক দেন। স্কুলে যাতায়াতের সুবিধার্থে স্মৃতি তার মা এর সঙ্গে ভাড়া বাড়িতে থাকতো। বিভিন্ন সময়ে স্মৃতি তার দাদার বাসায় গিয়ে মায়ের গোপন সম্পর্কের কথা বলতো। এ কারণে স্মৃতিকে প্রায়ই তার মা মারধর ও নির্যাতন করত।

র‍্যাব-১১ আরো জানায়, ২০২১ সালের ১৭ আগস্ট মারজাহান আক্তার সুমি জানায় স্মৃতিকে হাসপাতালে অসুস্থ অবস্থায় নিয়ে যাওয়া হলে মৃত্যুবরণ করে। এ ঘটনায় স্মৃতির দাদা মো. খোরশেদ আলম সুমিকে এক নম্বর আসামি করে হত্যা মামলা দায়ের করে। র‍্যাব দীর্ঘদিন ধরে আসামি গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে আসছে। সবশেষ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে জেলা শহরের মাইজদী বাজারের আনসার ক্যাম্প এলাকা থেকে মামলার প্রধান আসামি মা সুমিকে গ্রেপ্তার করা হয়।

মামলার বাদী দাদা খোরশেদ আলম বলেন, আমার প্রবাসী ছেলের স্ত্রী মারজাহান আক্তার সুমি ও তার প্রেমিক জাকির হোসেন দুজনে পরকীয়ায় লিপ্ত ছিল। এটা আমার এসএসসি পরিক্ষার্থী নাতনি সুমাইয়া বিনতে আলম স্মৃতি দেখে চিৎকার করায় দুজনে মিলে সুরাইয়াকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায়। সেখানে সুমাইয়া মারা যায়।

র‍্যাব-১১ এর সিপিসি-৩ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলাটি বেগমগঞ্জ থানায় হলেও অধিকতর তদন্তের জন্য জেলা গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়। আমরা দীর্ঘদিন ধরে আসামি গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে আসছি। আসামিকে জেলা গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে আদালতে সোপর্দ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App