×

জাতীয়

জবি শিক্ষক সমিতির নির্বাচন কাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৩, ১০:৫১ পিএম

জবি শিক্ষক সমিতির নির্বাচন কাল

ছবি: ভোরের কাগজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন মঙ্গলবার (১৯ ডিসেম্বর)। এবারের নির্বাচনেও বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদাদল করবে না প্রতিদ্বন্দ্বীতা। তবে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন দুই নীলদল পৃথক প্যানেল ঘোষণা করেছে। মূলত কালকের নির্বাচনে মুখোমুখি ভোটের লড়াই করবে আওয়ামীপন্থী শিক্ষকরা।

জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদল (অধ্যাপক ড. ছিদ্দিকুর-ড. মনিরুজ্জামান কমিটি) এবং আওয়ামীপন্থী আরেক সংগঠন স্বাধীনতা শিক্ষক সমাজ ঐক্যবদ্ধভাবে প্যানেল ঘোষণা করেছে। প্যানেলে সভাপতি পদে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হোসেন এবং সাধারণ সম্পাদক পদে দর্শন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজুল ইসলাম নির্বাচনে প্রার্থী মনোনীত হয়েছেন। এছাড়া এই প্যানেলে সহ-সভাপতি পদে অধ্যাপক ড. শামছুল কবির, কোষাধ্যক্ষ পদে ড. মো. মিরাজ হোসেন ও যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ড. মো. মহসীন রেজা নির্বাচন করছেন।

অন্যদিকে কার্যনির্বাহী সদস্য পদে বর্তমান শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. একে এম লুৎফর রহমান, সাবেক সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হোসেন, অধ্যাপক ড. শামসুন নাহার, অধ্যাপক ড. ফারহানা জামান, ড. এ.এম.এম গোলাম আদম, ড. মো. মনির হোসেন, দীপিকা মজুমদার, ড. আলী এফ.এম রেজোয়ান এবং মো. মোজাম্মেল হক প্রার্থী হয়েছেন।

এছাড়া অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ ও ড. মমিন উদ্দীনের নেতৃত্বাধীন নীলদল আরেকটি প্যানেল ঘোষণা করেছেন। এ প্যানেলে সভাপতি পদে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ-উল-আলম এবং সাধারণ সম্পাদক পদে ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ মাশরিক হাসান মনোনীত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে অধ্যাপক ড. মো. মমিন উদ্দীন, কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ড. আব্দুস সামাদ ও যুগ্ম-সাধারণ সম্পাদক পদে লড়ছেন ড. নাজমুন নাহার নির্বাচনে লড়বেন।

অন্যদিকে কার্যনির্বাহী সদস্য পদে শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মো. নূরে আলম আব্দুল্লাহ, অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, অধ্যাপক ড. দোলন রায়, অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ মাহফুজ, অধ্যাপক ড. মোছা. শামীম আরা, সহযোগী অধ্যাপক শামীমা আক্তার, ড. কামালউদ্দিন খান, সহযোগী অধ্যাপক রাবিতা সাবাহ্ ও সহযোগী অধ্যাপক মো. আশরাফুল ইসলাম নির্বাচন করবেন।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন নিয়ে এক সপ্তাহ ধরবে বিশ্ববিদ্যালয়ে নির্বাচনি আমেজ দেখা গেছে। প্রার্থী শিক্ষকরা ভোটারদের কাছে ভোট চেয়েছেন। তবে কোন অপ্রীতিকর ঘটনা দেখা যায় নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App