×

জাতীয়

পদ্মা সেতুর ঋণের আরো ৩১৫ কোটি টাকা পরিশোধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৩, ১১:৫০ এএম

পদ্মা সেতুর ঋণের আরো ৩১৫ কোটি টাকা পরিশোধ

ছবি: সংগৃহীত

পদ্মা সেতুর ঋণের আরো ৩১৫ কোটি টাকা পরিশোধ

ছবি: সংগৃহীত

দেশের সর্ববৃহৎ অবকাঠামো পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের জন্য গৃহীত ঋণের পঞ্চম ও ৬ষ্ঠ কিস্তি পরিশোধ করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১১ টায় প্রধানমন্ত্রীর সানুগ্রহ উপস্থিতিতে সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. মনজুর হোসেন তিনশত পনের কোটি সাত লক্ষ তেপান্ন হাজার চারশত বিয়াল্লিশ টাকা অর্থ বিভাগের সিনিয়র সচিবের কাছে হস্তান্তর করেন। অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরসহ মন্ত্রিপরিষদ সদস্য, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সিনিয়র সচিব ও অন্যরা উপস্থিত ছিলেন। সরকারের নিজস্ব অর্থায়নে দেশের সর্ববৃহৎ অবকাঠামো, আমাদের অহংকার, গর্ব, সক্ষমতা ও মর্যাদার প্রতীক পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ৩২,৬০৫.৫২ কোটি টাকা। নির্মাণ ব্যয়ের প্রায় পুরো অর্থ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষকে ঋণ হিসেবে দিয়েছে অর্থ বিভাগ। গত ২৬ জুলাই ২০২২ সালে সরকারের অর্থ বিভাগের সঙ্গে সংশোধিত ঋণ চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। ঋণ চুক্তি অনুযায়ী ১ শতাংশ সুদসহ ৩৫ বছরে ঋণের টাকা ফেরত দেবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। ঋণ পরিশোধের শিডিউল অনুযায়ী প্রতি অর্থবছরে ১৪টি কিস্তি করে সর্বমোট ১৪০টি কিস্তিতে সুদ-আসল পরিশোধ করা হবে। উল্লেখ্য, গত ৫ এপ্রিল প্রথম ও দ্বিতীয় কিস্তি বাবদ মোট তিনশত ষোল কোটি নব্বই লাখ সাতানব্বই হাজার পঞ্চাশ টাকা এবং ১৯ জুন ৩য় ও ৪র্থ কিস্তি বাবদ তিনশত ষোল কোটি দুই লাখ ঊনসত্তর হাজার তিরানব্বই টাকা পরিশোধ করা হয়েছে। গত অর্থবছরে সর্বমোট ৬৩২,৯৩,৩৬,১৪৩ টাকা পরিশোধ করা হয়েছে। ৫ম ও ৬ষ্ঠ কিস্তিসহ পরিশোধিত মোট টাকার পরিমাণ- নয়শত আটচল্লিশ কোটি এক লক্ষ উনিশ হাজার পাঁচশত পঁচাশি টাকা। ৩০ নভেম্বর পর্যন্ত উক্ত টোলের ওপর ১৫ শতাংশ ভ্যাট বাবদ পরিশোধিত হয়েছে একশত ঊনপঞ্চাশ কোটি সাতচল্লিশ লক্ষ ছিয়ানব্বই হাজার সাতশত একুশ টাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App