×

জাতীয়

রাজধানীর তেজগাঁওয়ে ২৬ তলা বিশিষ্ট দেশ টাওয়ারের ভিত্তিপ্রস্তর স্থাপন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৭ পিএম

রাজধানীর তেজগাঁওয়ে ২৬ তলা বিশিষ্ট দেশ টাওয়ারের ভিত্তিপ্রস্তর স্থাপন

ছবি: ভোরের কাগজ

দেশ টিভির প্রধান কার্যালয় দেশ টাওয়ারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন টেলিভিশনটির নির্বাহী চেয়ারম্যান তৌফিকা আফতাব ও ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান। রবিবার (১৭ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে ২৬ তলা বিশিষ্ট এ টাওয়ারের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

অনুষ্ঠানে তৌফিকা আফতাব বলেন, সবার আগে সবশেষ খবর পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছে দেশ টিভি।

পরিচালক আরিফ হাসান জানান, ২০২৬ সালেই এ ভবনটি উদ্বোধন করা হবে। নতুন এই ভবনে সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে দর্শকদের সামনে হাজির হবে, দেশটিভি।

নির্মাণকারী সংস্থা ইনস্টার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরমান হক জানান, ২৬ তলা এ ভবনটি হবে শতভাগ পরিবেশবান্ধব এবং ভূমিকম্প সহনশীল, যার ৬ তলা পর্যন্ত হবে বেজমেন্ট। থাকবে অত্যাধুনিক কার পার্কিং। ভিত্তিপ্রস্তর উন্মোচন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন দেশ টিভির প্রধান বার্তা সম্পাদক ফারুক হোসেনসহ আরও অনেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App