×

জাতীয়

রোহিঙ্গা ইস্যুতে কাজ করবে যুক্তরাষ্ট্র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৩, ১১:১৭ এএম

রোহিঙ্গা ইস্যুতে কাজ করবে যুক্তরাষ্ট্র

বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের সার্বিক প্রয়োজন মেটাতে দাতা গোষ্ঠীর সঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (১৫ ডিসেম্বর) ইউএস ডিপার্টমেন্টের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ অঙ্গীকারের ঘোষণা দেয় তারা।

এতে বলা হয়, যুক্তরাষ্ট্র রোহিঙ্গা পরিস্থিতিকে অগ্রাধিকার হিসেবে স্বীকৃতি দিয়ে ২০২৪ সালের অর্থবছরে তাদের নীতি অনুসারে বাংলাদেশ থেকে আরও রোহিঙ্গাদের পুনর্বাসনের সংখ্যা বাড়াবে। ২০২৪ সালেই বাংলাদেশ থেকে আরও রোহিঙ্গাদের পুনর্বাসন করা হবে।এছাড়া বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের সার্বিক প্রয়োজন মেটাতে দাতা গোষ্ঠীর সঙ্গে কাজ করবে দেশটি।

রোহিঙ্গা শরণার্থীদের জন্য নতুন তৃতীয় দেশের সমাধানে যুক্তরাষ্ট্র উৎসাহিত করে। ওয়েকাম ক্রপসের প্রোগ্রামের মাধ্যমে নিজ দেশের বিভিন্ন রাজ্যে রোহিঙ্গাদের পুনর্বাসন ও কর্মসংস্থানের প্রতিশ্রুতিও দেয় যুক্তরাষ্ট্র।

প্রসঙ্গত, বাংলাদেশ থেকে কয়েক হাজার রোহিঙ্গা আগামী তিন বছরে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে। যার দেখভাল করছে আইওএম এবং ইউএনএইচসিআর। বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের তৃতীয় দেশের পুনর্বাসনের ইতিহাসে এটিই সর্বোচ্চ সংখ্যা। যদিও বাংলাদেশ চীন ও মিয়ানমারে প্রত্যাবাসনের চুক্তি করেছিল। যা শুধু আলোচনাতে আছে, এখনো আলোর মুখ দেখেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App