×

জাতীয়

অবশেষে শরিকদের ৭টি আসন ছাড়লো আ. লীগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩, ০৯:১৪ পিএম

অবশেষে শরিকদের ৭টি আসন ছাড়লো আ. লীগ

ছবি: সংগৃহীত

অবশেষে শরিকদের ৭টি আসন ছাড়লো আ. লীগ

ছবি: সংগৃহীত

আসনগুলো হলো- কুষ্টিয়া-২, লক্ষ্মীপুর-৪ বগুড়া-৪, রাজশাহী-২, সাতক্ষীরা-১, বরিশাল-৩ এবং পিরোজপুর-২। এরমধ্যে তিনটি আসন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) পাচ্ছে তিনটি করে আসন এবং একটি আসন দেয়া হচ্ছে জাতীয় পার্টিকে (জেপি-মঞ্জু)।

যে সাতটি আসন শরিকদের জন্য ছেড়ে দেয়া হচ্ছে তার মধ্যে রাজশাহী-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন মোহাম্মদ আলী। এ ছাড়া বগুড়া ৪- হেলাল উদ্দিন কবিরাজ, লক্ষ্মীপুর-৪ ফরিদুন্নাহার লাইলি, পিরোজপুর-২ কানাই লাল বিশ্বাস, সাতক্ষীরা-১ ফিরোজ আহমেদ স্বপন, বরিশাল-৩ সরদার মো. খালেদ হোসেন এবং কুষ্টিয়া-২ আসন ফাঁকা রেখেছিল আওয়ামী লীগ।

এর আগে (১০ ডিসেম্বর) রাতে শরিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হলেও, কোনো যথাযথ সিদ্ধান্তে আসতে পারেনি আওয়ামী লীগ। সংসদ ভবনে দলটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App