×

জাতীয়

পর্দা নামল গণজাগরণের সংগীত উৎসবের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৩, ১০:০৫ পিএম

পর্দা নামল গণজাগরণের সংগীত উৎসবের

পর্দা নামল গণজাগরণের সঙ্গীত উৎসবের। ছবি: ভোরের কাগজ

নৃত্যের মুদ্রায় ঝড় তুলে সঙ্গীতের উদাত্ত আহবানে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় জারি রেখে পর্দা নামল এগার দিনব্যাপী গণজাগরণের সঙ্গীত উৎসব।

বুধবার (১৩ ডিসেম্বর) কুয়াশামাখা সন্ধ্যায় শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে গণজাগরণের সংগীত উৎসবের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এ সময় উপস্থিত ছিলেন একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ।

সংক্ষিপ্ত বক্তব্যে লিয়াকত আলী লাকী বলেন, গণজাগরণ বলতে আমরা ভাষা আন্দোলনের চেতনায় যেন জাগরিত হই, মুক্তিযুদ্ধের চেতনা এবং মূল্যবোধ নিয়ে আমরা যেন জাগরণ তৈরী করতে পারি, বিশ্বে অন্যতম একটি শ্রেষ্ঠ জাতি হিসেবে নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করতে যেন একটা গণজাগরণ তৈরী করতে পারি। সেই লক্ষেই আমাদের এ আয়োজন অব্যাহত থাকবে।

সমাপনী সন্ধ্যায় সাংস্কৃতিক পরিবেশনার শুরুতে ‘গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান’ ও ‘রক্তে আমার আবার প্রলয় দোলা’ দলীয় সংগীত পরিবেশন করে একাডেমির নৃত্যদল। এরপর একক সংগীত পরিবেশন করেন মাহমুদা আঞ্জুম বৃষ্টি ‘চেয়োনা সুনয়না’, নিলয় আকাশ পরিবেশন করেন ‘যে তোমায় ছাড়ে ছাড়ুক’, প্রমিলা রায় সংগীত পরিবেশন করেন, ‘সব লোকে কয় লালন কী জাত’, ‘বিশ্বসাথে যোগে যেথায় বিহারো’; রুহুল আমিন সংগীত পরিবেশন করেন ‘আগে যদি জানিতাম’; রহিমা পরিবেশন করেন ‘যে জন প্রেমের ভাব’; জিনিয়া হাসান পরিবেশন করেন ‘এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না’; জ্যাতাশ্রী রায় পরিবেশন করেন ‘কবিতা পড়ার প্রহর’; নাফিজ নিয়াজ খান পরিবেশন করেন ‘লিখতে পারি না’, আলাউদ্দিন পরিবেশন করেন ‘হাসন রাজায় কয়’, নন্দিতা বিশ্বাস পরিবেশন করেন ‘রংধনু ভালো লাগে’; নাহিদ মোমেন পরিবেশন করেন ‘এ মোহাম্মদ বেহেস্ত’; মো. আশরাফুলজ্জামান পরিবেশন করেন ‘সরলতার প্রতিমা’; শামিমা রহমান পরিবেশন করেন ‘চঞ্চলা হাওয়ারে ধীরে ধীরে চলরে’; মো. দিদার মিয়া গেয়ে শোনান ‘কেন হল দেখারে তোমারে’; সাহিনা হক ‘আমার মাঝে নেই এখন আমি’, হুমায়রা কবীর পরিবেশন করেন ‘আছেন আমার মোক্তার’ এবং মো. শামীম হোসেন পরিবেশন করেন ‘বলবো না গো আর কোনদিন’। দলীয় সংগীত পরিবেশন করেন ‘আজ জীবন খুঁজে পাবি’ ও ‘শোন, একটি মুজিবের থেকে’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App