×

জাতীয়

ঘন কুয়াশায় দুই লঞ্চে সংঘর্ষ, নিহত ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৩, ১১:৩৪ এএম

ঘন কুয়াশায় দুই লঞ্চে সংঘর্ষ, নিহত ১

ছবি: সংগৃহীত

ঘন কুয়াশায় দুই লঞ্চে সংঘর্ষ, নিহত ১
ঘন কুয়াশায় মেঘনা নদীতে দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো কয়েকজন। সোমবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ভোলা-ঢাকা রুটে চলাচলকারী সুরভী-৮ ও টিপু-১৪ লঞ্চের মধ্যে ওই সংঘর্ষ হয় বলে জানিয়েছেন সুরভী-৮ লঞ্চের ব্যবস্থাপক মো. মিজানুর রহমান। নিহতের নাম মো. সোহেল (৩০)। তিনি ভোলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা। [caption id="attachment_480666" align="aligncenter" width="643"]ঘন কুয়াশায় ২ লঞ্চের সংঘর্ষ, নিহত ১ নিহত মো. সোহেল[/caption] এ ঘটনায় প্রত্যক্ষদর্শী শাফায়াত আহমেদ রাজিব জানান, সোমবার রাত ৯টার দিকে ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে প্রায় আড়াই‘শ যাত্রী নিয়ে সুরভী-৮ লঞ্চ ঢাকার সদরঘাটের উদ্দেশ্যে রওয়ানা হয়। লঞ্চটির ব্যবস্থাপক মো. মিজানুর রহমান জানান, চাঁদপরের হাইমচর এলাকায় মেঘনা নদীতে ঘন কুয়াশার মধ্যে ডুবোচরে আটকে ছিলে সুরভী-৮। এসময় চরফ্যাশনগামী টিপু-১৪ লঞ্চের সঙ্গে সুরভী-৮ লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সুরভী-৮ লঞ্চের ডানপাশ মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়। আহত হন কয়েকজন যাত্রী, পরে তাদের মধ্যে সোহেল নামে এক যাত্রীর মৃত্যু হয়। তিনি আরো জানান, মঙ্গলবার সকালে জোয়ার আসার পর সুরভী-৮ লঞ্চটি ঢাকায় এসে পৌঁছায়। পরে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহত সোহেলের পরিবারকে খবর দেয়া হয়েছে। হতাহতরা সবাই সুরভী-৮ লঞ্চের যাত্রী।এ ঘটনায় টিপু-১৪ লঞ্চের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App