×

জাতীয়

পেঁয়াজের বিকল্প বাজার খোঁজার তাগিদ এফবিসিসিআইয়ের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৩, ০১:০৫ পিএম

পেঁয়াজের বিকল্প বাজার খোঁজার তাগিদ এফবিসিসিআইয়ের

পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে রাখতে এবং সংকট উত্তরণে বিকল্প দেশ থেকে পেঁয়াজ আমদানির আহ্বান জানিয়েছে ব্যাবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় এমন আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম।

রবিবার (১০ ডিসেম্বর) তিনি ব্যাবসায়ীদের বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করে স্বাভাবিক মূল্যে বিক্রির জন্য এফবিসিসিআইয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

তিনি আরও বলেন, কৃত্রিম সংকট তৈরি করে পেঁয়াজের দাম যেন না বাড়ানো হয় সেজন্য ব্যবসায়ীদের সচেষ্ট থাকতে হবে।

মাহবুবুল আলম বলেন, নিন্মবিত্ত থেকে শুরু সমাজের সর্বস্তরের মানুষের প্রয়োজনীয় একটি পণ্য পেঁয়াজ। নিজেদের ক্ষুদ্র স্বার্থে যারা দেশের সাধারণ মানুষকে সমস্যায় ফেলছেন তারা দেশের ব্যবসায়ী সমাজের প্রতিনিধিত্ব করেন না। এ ব্যাপারে ব্যবসায়ীদের সহযোগিতামূলক মনোভাব প্রত্যাশা করেন এফবিসিসিআই সভাপতি।

কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে কেউ যাতে বাজার অস্থিতিশীল করতে না পারে, সেজন্য ব্যবসায়ীদের সচেতন থাকার আহ্বান জানান মাহবুবুল আলম। প্রয়োজনে পেঁয়াজের সরবরাহ ঠিক রাখতে বিকল্প দেশ থেকে পেয়াজ আমদানি করে ন্যায্যমূল্যে সরবরাহ করে বাজার স্বাভাবিক রাখতে হবে বলে মন্তব্য করেন এফবিসিসিআই সভাপতি।

পাশাপাশি পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে খুচরা, পাইকারি ও আড়ৎ পর্যায়ে পণ্য কেনা-বেচায় নজরদারি তাগিদ দেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App