×

জাতীয়

দুয়েকদিনের মধ্যে আসন সমঝোতার আশ্বাস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩, ১১:৫৬ পিএম

দুয়েকদিনের মধ্যে আসন সমঝোতার আশ্বাস

ছবি: ভোরের কাগজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতা নিয়ে ১৪ দলীয় জোটের শরিকদের সঙ্গে তৃতীয় দফা বৈঠকেও চূড়ান্ত হয়নি আসন বণ্টন। তবে জোট গতভাবে নির্বাচনে অংশ নেবে ১৪ দলের শরিকরা। সেক্ষেত্রে তাদের প্রতীক হবে নৌকা। আগামী দুই একদিনের মধ্যেই জোটের শরিকদের মধ্যে কে কত এবং কোন আসন পাবেন, চূড়ান্ত করে জানিয়ে দেয়া হবে। রবিবার (১০ ডিসেম্বর) রাতে ১৪ দলীয় জোটের বৈঠক শেষে এ তথ্য জানান জোটের নেতারা। এর আগে সংসদ ভবন এলাকায় কেন্দ্রীয় ১৪ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হয়। জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর সভাপতিত্বে বৈঠকে অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, এত পার্টি জেপির সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বসর মাইজভান্ডারী সহ জোটের শীর্ষ নেতারা। বৈঠক শেষে হাসানুল হক ইনু সাংবাদিকদের বলেন, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা জোটের তৃতীয় দফা বৈঠক করেছি। আমাদের আলোচনা হয়েছে ১৪ দলীয় জোট একসঙ্গে নির্বাচন করবে। জোটের যারা প্রার্থী হবেন তারা নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নেবেন। আসন বণ্টনের বিষয়টি এখনো আমরা বিবেচনা করছি। আওয়ামী লীগের পক্ষ থেকে এখন পর্যন্ত আসন বণ্টনের বিষয়টি চূড়ান্ত করা সম্ভব হয়নি। তারা আরো দুই এক দিন সময় চেয়েছেন। আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। আশা করছি আগামী দুই একদিনের মধ্যেই আমরা ১৪ দলে জোটের প্রার্থীদের তালিকা চূড়ান্ত করে দেশবাসীকে জানিয়ে দিব। এ নিয়ে কোনো সমস্যা হবে না। রাজনৈতিকভাবে ১৪ দল একসঙ্গে আছে। একসঙ্গে আমরা নির্বাচন করব। অপর এক প্রশ্নের জবাবে জাসদ সভাপতি বলেন, ১৪ দলীয় জোটের কোন দলের কে প্রার্থী হবেন কোন আসন থেকে হবেন সেই তালিকাটা এখনো চূড়ান্ত হয়নি। আওয়ামী লীগের সঙ্গে জোট গত আসনগুলো ছাড়া বাকি যেসব আসন আছে সেসব আসন উন্মুক্ত থাকবে। জোটের প্রতিটি দল তাদের নিজস্ব প্রতীকে নির্বাচন করবে। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ১৪ দলীয় জোট অটুট আছে। আমাদের লম্বা লিস্ট ছিল সেটি ছোট করা হয়েছে। নির্বাচনে কে কোথায় জিততে পারবে সেটা গুরুত্ব দেয়া হবে। সেটি মাথায় রেখে আসন সমঝোতার দিকে আমরা অগ্রসর হচ্ছি।মেনন বলেন, আমরা চাই সারা বিশ্বের কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে। সেজন্য আমাদের প্রচেষ্টা চলছে। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে আসন সমাজ ও তার সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে জানান জোটের আরেক শরিক নজিবুল বাশার মাইজভান্ডারী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App