×

জাতীয়

উদ্বেগজনক হারে বাড়ছে তরুনদের হৃদরোগের ঝুঁকি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৬ এএম

উদ্বেগজনক হারে বাড়ছে তরুনদের হৃদরোগের ঝুঁকি

ছবি: সংগৃহীত

বর্তমান সময়ে দেখা যাচ্ছে তরুনদের মধ্যে হৃদরোগে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনভাবে বৃদ্ধি পাচ্ছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) একটি রিপোর্টে এমন ভায়াবহ তথ্য উঠে এসেছে।

রিপোর্টটিতে বলা হয়েছে, ২০২১ সালের তুলনায় ২০২২ সালে দেশে হৃদরোগে আক্রান্তের সংখ্যা প্রায় ১২.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আক্রান্তদের মধ্যে দেখা গেছে বেশিরভাগেরই বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে। এ নিয়ে বাড়ছে উদ্বেগ।

হৃদরোগ বিশেষজ্ঞদের ধারণা, এমন উচ্চ ঝুঁকির পেছনে কোভিড মহামারির একটি প্রভাব রয়েছে।

এক হৃদরোগ বিশেষজ্ঞ বলেছেন, বর্তমানে যারা হার্টের সমস্যায় ভুগছেন, তাদের অধিকাংশের বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে। সেই সঙ্গে নারীদের মধ্যেই এই সমস্যা বেশি দেখা দিয়েছে।

তিনি বলেন, করোনার প্রভাবে মানুষের জীবনযাত্রায় ব্যাপক প্রভাব পড়েছে। মানবদেহে কমেছে রোগ প্রতিরোধ ক্ষমতা। এ কারণে প্রতিনিয়ত দেশে হৃদরোগে আক্রান্তের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে।

অন্যদিকে ধূমপান, অতিরিক্ত পরিশ্রম, কাজের চাপ, অনিয়মিত জীবনযাত্রা এবং নিদ্রাহীনতা হৃদরোগে আক্রান্তের সংখ্যা বাড়িয়ে দিচ্ছে।

তরুণ প্রজন্মের মধ্যে জিম বা শারীরিক কসরতের যে অনিয়ন্ত্রিত প্রবণতা বেড়েছে, এ নিয়েও উদ্ধেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা।

তাদের মতে, শারীরিক ব্যায়ামের একটি সুনির্দিষ্ট নিয়ম আছে। কিন্তু তা মানা হচ্ছে না, এর জেরে বাড়ছে হার্টের সমস্যা।

শরীরে অতিরিক্ত মেদ এবং কোলেস্টেরল নিয়েও সতর্ক করে দিয়েছেন এ হৃদরোগ বিশেষজ্ঞ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App