×

জাতীয়

গণজাগরণের সংগীত উৎসবের পঞ্চম সন্ধ্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৩, ০৯:১৪ পিএম

গণজাগরণের সংগীত উৎসবের পঞ্চম সন্ধ্যা

গণজাগরণের সংগীত উৎসবে শিল্পীদের নৃত্য প্রদর্শন। ছবি: ভোরের কাগজ

নৃত্যের ছন্দে উদ্দীপনা জাগানিয়া গানের মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে গণজাগরণের সংগীত উৎসবের পঞ্চম দিনও বর্ণিল হয়ে ওঠে শিল্পকলা প্রাঙ্গন।

‘সেদিন আকাশে ছিল না তারা’ অনিক বোসের পরিচালনায় দলীয় নৃত্যের মধ্য দিয়ে শুরু হয়। এরপর ‘ঘরেতে ভ্রমন এলো’ একক সংগীত পরিবেশন করেন প্রজ্ঞা লাবণী, ‘মাগো ভাবনা কেন’ পরিবেশন করেন মো: রাসেল, ‘দূর বেনুকুঞ্জে’ পরিবেশন করেন লাইসা বিনতে কামাল, সুজানা হোসেন রূপা গেয়ে শোনান ‘আমি অকৃতি অধম’, ‘দিন বাড়ি যায়’ পরিবেশন করেন রাজীব দাস, ‘পাক সীতা মোর আউলাইল’ পরিবেশন করেন সন্ধ্যা রানী, ‘ইশারায় শীষ দিয়ে’ পরিবেশন করেন মালিন টুকটুকি সাধন। ‘তুমি আমার মনের মানুষ’পরিবেশন করেন সোমা দাস, ‘জানিতে চাই দয়াল তোমার’ পরিবেশন করেন তাসমিনা আক্তার, আলমিনা আক্তার পরিবেশন করেন ‘বিক্রমপুরে বাপের বাড়ি’। ‘আমার প্রাণবন্ধু আসিয়া’ পরিবেশন করেন অবিনাশ বাউল। ‘না জানি কোন’ পরিবেশন করেন রুমা আক্তার, ‘অনেক সাধনার পরে পরিবেশন করেন লিপসা লাইলা। ‘রূপ সাগরে ঝলক মারিয়া’ সংগীত পরিবেশন করেন হাবিব সিরাজী, ‘তিস্তা পাড়ের কন্যা’ পরিবেশন করেন ইসরাত জাহান।

দলীয় সংগীত পরিবেশন করেন ‘আমরা করবো জয় ও ‘বাংলা হিন্দু’, ‘অনুভব’ শীর্ষক দলীয় নৃত্য পরিবেশন করে নৃত্যদল দীক্ষা, সুইটি দাস চৌধুরীর পরিচালনায় স্পন্দন নৃত্যদল পরিবেশন করে ‘আজ কেন মোর প্রাণ সজনী’, সুইটি দাস চৌধুরীর নৃত্য পরিচালনায় ‘ভয় কি মরণে’ শীর্ষক নৃত্য পরিবেশন করে নৃত্যদল দীক্ষা।

‘নোঙ্গর ছাড়িয়া’ এবং দেশের গান ‘তীরহারা এই ঢেউয়ের সাগর’ দলীয় সংগীত পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীরা।

৫ম দিনের আয়োজনে সমন্বয়কারী হিসেবে ছিলেন ইমামুর রশিদ এবং সুস্মিতা দেবনাথ। ১৩ ডিসেম্বর পর্যন্ত চলা এ সংগীত উৎসবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির তালিকাভুক্ত ১১টি সংগীত দল অংশ নিচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App