×

জাতীয়

চোরাই মোবাইল উদ্ধারে তৎপরতা বাড়ানোর নির্দেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৩, ০৭:০২ পিএম

চোরাই মোবাইল উদ্ধারে তৎপরতা বাড়ানোর নির্দেশ

ছবি: সংগৃহীত

হারানো ও চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ বিক্রির স্থানে অভিযান চালানোর নির্দেশ দিয়েছে পুলিশ সদরদপ্তর।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে পুলিশ সদরদপ্তরে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সংক্রান্ত এক ভার্চুয়াল সভায় এ নির্দেশনা দেয়া হয়। অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে অক্টোবর-২০২৩ মাসের অপরাধ পর্যালোচনা সংক্রান্ত ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও এই সভায় সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা অংশ নেন।

এ ভার্চুয়াল সভায় অতিরিক্ত আইজিপি মো. আতিকুল ইসলাম জানান, হারানো মোবাইল সেট উদ্ধারের পাশাপাশি চোরাই মোবাইল বিক্রির স্থানে অভিযান পরিচালনা করতে হবে। এছাড়াও মোবাইল সেট ছিনতাই ও চুরি প্রতিরোধে টহল জোরদার করার কথাও বলেন।

তিনি আরও জানান, সড়ক দুর্ঘটনা ও এর কারনে মৃত্যু প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এ সময় কিশোর অপরাধ দমনের ওপরেও গুরুত্বারোপ করেন তিনি।

সভায় অক্টোবর-২০২৩ মাসে দেশের সার্বিক অপরাধ পরিস্থিতি যেমন- ডাকাতি, দস্যুতা, চুরি, সিঁধেল চুরি, খুন, অপমৃত্যু, সড়ক দুর্ঘটনা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধার ইত্যাদি মামলা সংক্রান্ত তথ্য উপস্থাপন করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App