×

জাতীয়

নেত্রকোণায় ৫টি আসনে ২২ জন বৈধ ও ১৩ জনের মনোনয়ন বাতিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৩ পিএম

নেত্রকোণায় ৫টি আসনে ২২ জন বৈধ ও ১৩ জনের মনোনয়ন বাতিল

ছবি: ভোরের কাগজ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণার ৫টি আসনের মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ে স্বতন্ত্র (আওয়ামী লীগের ) প্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া ২২ প্রার্থীকে বৈধ ও একজনের মনোনয়ন স্থগিত ঘোষণা করেছেন নেত্রকোণা জেলা রিটার্নিং কর্মকর্তা।

রবিবার (৩ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে যাচাই বাছাই শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত চলে এ কার্যক্রম। এ সময় নেত্রকোণা-১ (দূর্গাপুর-কলমাকান্দা) আসনে স্বতন্ত্রসহ বাতিল হয় ২ জন, নেত্রকোণা-২ ( সদর-বারহাট্টা) আসনে ৩ জন, নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে ৩ জন, নেত্রকোনা-৪ (মদন,মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি) আসনে ২ জন এবং নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনে ৩ জনসহ মোট ৫ টি আসনে স্বতন্ত্রসহ বিভিন্ন দলের ১৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

এসময় প্রার্থী, প্রস্তাবকারী, সমর্থনকারী ও গণমাধ্যম-কর্মীসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App