×

জাতীয়

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সিইসির সঙ্গে এসবি প্রধানের বৈঠক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩, ০৫:২৭ পিএম

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সিইসির সঙ্গে এসবি প্রধানের বৈঠক

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করলেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান মনিরুল ইসলাম।

শনিবার (২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এসবি প্রধান সিইসির সঙ্গে দেখা করতে আসেন। তবে কী বিষয়ে দেখা করতে এসেছেন তা কিছু জানা যায়নি।

যদিও ইসি সূত্র জানিয়েছে আসন্ন জাতীয় নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও একটা বড়দল ও সমমনা দলগুলোর হরতাল অবরোধ, গাড়ি ঘোড়ায় অগ্নি সংযোগের বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। সেখানে ভোটারদের মেধ্য ভীতি সৃষ্টি ও প্রার্থীদের ভয়ভীতি দেখান হবে কিনা সে বিষয়টিও আলোচনায় উঠে এসেছে।

এর আগে, গত ৭ নভেম্বর সিইসি সঙ্গে পৃথক পৃথকভাবে সিইসির সঙ্গে বৈঠক করেন এসবি প্রধান মনিরুল ইসলাম, প্রতিরক্ষা ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হক ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল টিএম জোবায়ের। ওই বৈঠকে সিইসি ছাড়া অন্য কেউই উপস্থিত ছিলেন না। তিন গোয়েন্দা সংস্থার প্রধান পৃথকভাবে তিন ঘণ্টা বৈঠক করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App