×

জাতীয়

সংসদ নির্বাচনে কোন দলের কত প্রার্থী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৩, ০৬:২৩ পিএম

সংসদ নির্বাচনে কোন দলের কত প্রার্থী

ছবি: সংগৃহীত

সংসদ নির্বাচনে কোন দলের কত প্রার্থী

ছবি: সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন দলের কত প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন এর বিস্তারিত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১ ডিসেম্বর) সকালে ইসি এ তালিকা প্রকাশ করে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, ২ হাজার ৭১৩ জন প্রার্থী চব্বিশের ভোটে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ১ হাজার ৯৬৬ জন প্রার্থী ইসিতে নিবন্ধিত ৩২টি রাজনৈতিক দলের। এছাড়া, স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ৭৪৭ জন।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের (নৌকা) হয়ে ৩০৩ জন ২৯৮ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার মধ্যে ৫টি আসনে দুইজন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর সংসদের বিরোধী দল জাতীয় পার্টির (লাঙ্গল) ৩০৪ প্রার্থী ২৮৬ আসনে মনোনয়নপত্র জমা দেন। ১৮টি আসনে দলটির দুইজন করে প্রার্থী রয়েছেন।

এছাড়া, এবারের ভোটে জাতীয় পার্টির (বাইসাইকেল) ২০, বাংলাদেশের সাম্যবাদী দল (চাকা) ৬, কৃষক-শ্রমিক জনতা লীগের (গামছা) ৩৪, গণতন্ত্রী পার্টির (কবুতর) ১২, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (কুঁড়েঘর) ৬, বাংলাদেশের ওয়ার্কাস পার্টির (হাতুড়ী) ৩৩, বিকল্পধারা বাংলাদেশের (কুলা) ১৪, জাতীয় সমাজতান্ত্রিক দলের (মশাল) ৯১, জাকের পার্টির (গোলাপ ফুল) ২১৮, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মই) ১, বাংলাদেশ তরীকত ফেডারেশনের (ফুলের মালা) ৪৭, বাংলাদেশ খেলাফত আন্দোলনের (বটগাছ) ১৩, বাংলাদেশ মুসলিম লীগের (হারিকেন) ২, ন্যাশনাল পিপলস্ পার্টির (আম) ১৪২, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের (খেজুরগাছ) ১, গণফোরামের (উদীয়মান সূর্য) ৯, গণফ্রন্টের (মাছ) ২৫, বাংলাদেশ জাতীয় পার্টির (কাঠাল) ১৩, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের (চেয়ার) ৩৯, বাংলাদেশ কল্যাণ পার্টির (হাতঘড়ি) ১৮, ইসলামী ঐক্যজোটের (মিনার) ৪৫, বাংলাদেশ খেলাফত মজলিসের (রিক্সা) ১, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের (মোমবাতি) ৩৭, বাংলাদেশ মুসলিম লিগের (হাত-পাঞ্জা) ৫, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (ছড়ি) ৭৪, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (টেলিভিশন) ৫৫, বাংলাদেশ কংগ্রেসের (ডাব) ১১৬, তৃণমূল বিএনপির (সোনালী আঁশ) ১৫১, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (নোঙ্গর) ৪৯ এবং বাংলাদেশ সুপ্রীম পার্টির (একতারা) ৮২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এই নির্বাচনে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল। সময় বাড়ানোর গুঞ্জন থাকলেও তা করা হয়নি। গত ১৫ নভেম্বর সিইসি কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। সে অনুযায়ী ২০২৪ সালের ৭ জানুয়ারি ভোটগ্রহণ করা হবে। এছাড়া, আজ শুক্রবার থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র যাচাইবাছাই চলবে। যাছাইবাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ ও নিষ্পত্তি কার্যক্রম চলবে ৫ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। সবশেষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর। এদিনই শুরু হবে নির্বাচনী প্রচারণা, যা চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

এদিকে, মনোনয়নপত্র জমার সময় শেষ হওয়ার পর গতকাল রাতে ইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ৩০০ আসনের বিপরীতে মনোনয়নপত্র জমা পড়েছে ২ হাজার ৭৪১টি। আর নিবন্ধিত ৩০টি রাজনৈতিক দল ভোটে এসেছে। তবে আজকে বিস্তারিত তথ্য প্রকাশ করা হলে তথ্যে কিছুটা গড়মিল দেখা যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App