×

জাতীয়

তিন শর্ত মানলে হয়তো ভোটে যেত বিএনপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৩, ১১:১৩ পিএম

তিন শর্ত মানলে হয়তো ভোটে যেত বিএনপি
তিন শর্ত মানলে হয়তো ভোটে যেত বিএনপি

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শাহজাহান ওমরের মনোনয়নের জন্য

তিন শর্ত মানলে হয়তো ভোটে যেত বিএনপি- এমনটাই মনে করেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর। আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সামনে রেখে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল বৃহস্পতিবার (৩০ নভেম্বর)। এদিন নৌকার প্রার্থী হিসেবে ঝালকাঠি-১ আসনে মনোনয়পত্র জমা দেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর। এরপর পরই বিএনপি তাকে দল থেকে বহিস্কার করে।  এদিকে মনোনয়ন জমা দেয়ার পর এদিন সন্ধ্যায় কারওয়ান বাজারে নিজের আইন পেশার চেম্বারে গণমাধ্যমের সামনে আসেন তিনি। এ প্রসঙ্গে জানান, তার ওপর কোনো চাপ নেই। বরং তিনি প্রশ্ন তুলেছেন, তিনি আর কতবার নির্বাচনের বাইরে থাকবেন। শাহজাহান ওমর বলেন, “এই মুহূর্ত থেকে আমি আর ‘বিএনপি ম্যান’ নই।” বিএনপির ২০১৪ সালে নির্বাচনে যাওয়া উচিত ছিল বলে মত প্রকাশ করে তিনি জানান, বিএনপি এবার যেন ভোটে আসে, সে জন্য কারাগারে দলটির মহাসচি মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলেছেন। তারা ইতিবাচক মনোভাবও দেখিয়েছিলেন। পরে কী হয়েছে জানেন না। এক প্রশ্নে শাহজাহান ওমর বলেন, “আমি আন্দোলন করেছি একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য, যে নির্বাচনে সব দল অংশগ্রহণ করতে পারে।” [caption id="attachment_478170" align="aligncenter" width="700"] ব্যারিস্টার শাহজাহান ওমর[/caption] বিএনপিকে ভোটে আনতে রাজি করাতে অনেক চেষ্টা করেছেন উল্লেখ করে তিনি জানান, তিনটি শর্তে ভোটে আসতে রাজি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘‘আমি মহাসচিব (মির্জা ফখরুল), মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মজিবুর রহমান সরোয়ার কেরানীগঞ্জে (ঢাকা কেন্দ্রীয় কারাগার) একসঙ্গে ব্রেক ফাস্ট করলাম। সেখানে আমি বলেছি, নির্বাচনে যাওয়া উচিত। “মহাসচিব (ফখরুল) বললেন, ‘হ্যাঁ যাব, তিন কন্ডিশন। ম্যাডাম খালেদা জিয়ার মুক্তি, মামলা প্রত্যাহার, ফ্রি ফেয়ার নির্বাচনের একটা অঙ্গীকার বা প্রেক্ষাপট’। ‘‘আমরা এগ্রি করেছি। পরে আমি, আলাল (মোয়াজ্জেম হোসেন আলাল), আলতাফ চৌধুরী (আলতাফ হোসেন চৌধুরী) কাশিমপুরে (কারাগার) গেলাম। এরপর আমরা আলাদা আলাদা, উনারা কী করেছে জানি না।” [caption id="attachment_478235" align="aligncenter" width="738"] আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শাহজাহান ওমরের মনোনয়নের জন্য অনুমোদন করেন।[/caption] ২০১৮ সালের জাতীয় নির্বাচনে অংশ নিলেও নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ২০১৪ সালের মতো এবারও ভোট বর্জনের ডাক দিয়েছে বিএনপি। সঙ্গে আছে সাবেক ২০ দলীয় জোটের বেশিরভাগ শরিক এবং নতুন কিছু দল ও জোট। গত ২৯ অক্টোবর গ্রেপ্তার জন বিএনপি মহাসচি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর দলটির শীর্ষস্থানীয় আরও অনেক নেতাকে আটক করে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। গত ২৯ অক্টোবর থেকে বিএনপির টানা অবরোধ ও হরতাল চলছে। এটি চলতেই থাকবে, এমন ইঙ্গিতও দেয়া হয়েছে দলের পক্ষ থেকে। এক প্রশ্নে শাহজাহান ওমর বলেন, “গত ১৭ বছর আমার এলাকার জন্য আমি কিছু করতে পারিনি। এলাকার লোকজন মামলা-মোকাদ্দমায় জর্জরিত। তারা অতীতে আমাকে এমপি করেছিল। এখন আমার কিছু দায়িত্ব তাদের প্রতি রয়েছে। সেজন্য নির্বাচনে অংশ নিতে আমি আওয়ামী লীগে যোগ দিয়েছি।” নির্বাচন অবাধ সুষ্ঠু হবে বলে মনে করেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘‘নেত্রী (শেখ হাসিনা) তো বলেন, ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার হবে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App