×

জাতীয়

আ.লীগ থেকে নির্বাচন করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৩, ০৫:৪৭ পিএম

আ.লীগ থেকে নির্বাচন করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান

ছবি: ভোরের কাগজ

আ.লীগ থেকে নির্বাচন করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান

ব্যারিস্টার শাহজাহান ওমর

বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝালকাঠি-১ আসন থেকে মনোনয়ন পেয়েছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে শাহজাহান ওমর নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে আওয়ামী লীগ সভাপতি ও দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সই করা এ সংক্রান্ত চিঠি দেয়া হয়েছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। চিঠিতে বলা হয়েছে, ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশের ১৬২(২) ও ১৬(৩) অনুচ্ছেদ অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় সংসদের নির্বাচনি এলাকা ১২৫, ঝালকাঠি-১ আসনে মুহাম্মদ শাহজাহান ওমরকে দলের চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। এ অবস্থায় শাহজাহান ওমরকে ঝালকাঠি-১ আসনের নির্বাচনে নৌকা প্রতীক বরাদ্দ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে চিঠিতে। এ বিষয়ে জানতে চাইলে শাহজাহান ওমর গণমাধ্যমকে বলেন, “গত ১৭ বছর ধরে এলাকার কোনো কাজ করতে পারিনি। এলাকাবাসীর কাছে অনেক দায়বদ্ধতা আছে, সেই জায়গা থেকেই নির্বাচনে যাওয়া। আমি নির্বাচনে যাচ্ছি, আওয়ামী লীগ যখন নৌকায় মনোনয়নের প্রস্তাব করছে, সেখানে আর প্রশ্ন কী? আমি স্বেচ্ছায় বিএনপি থেকে পদত্যাগ করছি।” তিনি আরও বলেন, জিয়াউর রহমানের রাজনীতির তুলনায় বঙ্গবন্ধুর রাজনীতি আরও উন্নত। তাই নৌকার হয়ে ভোট করব। এর আগে, রাজধানীর নিউ মার্কেট এলাকায় বাসে আগুনের ঘটনায় বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরকে জামিন দেন আদালত। ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সাল আতিক বিন কাদেরের আদালত শাহজাহান ওমরের জামিন মঞ্জুর করেন। এরপর দ্রুত বেইল বন্ড পৌঁছে দেয়া হয় কারাগারে। গত বুধবার (২৯ নভেম্বর) বিকেলে গাজীপুরের কাশিমপুর কারাগার-২ থেকে তিনি মুক্তি পান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলের শীর্ষ অনেক নেতাই কারাগারে রয়েছেন। তাদের জামিন আবেদন বারবার নাকচ হয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে শাহজাহান ওমরের জামিন মঞ্জুর হওয়ায় গুঞ্জন ছিল, তিনি নির্বাচনে প্রার্থী হওয়ার শর্তেই দ্রুত মুক্তি পেয়েছেন। ধারণা করা হচ্ছিল, নিজ সংসদীয় আসন থেকে শাহজাহান ওমর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি নৌকা প্রতীকের প্রার্থী হলেন এই নির্বাচনে। শাহজাহান ওমরের সংসদীয় আসন ঝালকাঠি-১। এই আসন থেকে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০০৩ সালের ৭ এপ্রিল থেকে ২০০৬ সালের ২৯ অক্টোবর পর্যন্ত বিএনপি সরকারের আইন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App