×

জাতীয়

স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আ.লীগ নেতা মনিরুল ইসলাম মনির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৩, ০৯:২০ পিএম

স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আ.লীগ নেতা মনিরুল ইসলাম মনির
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাননি যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির। তবে তৃণমূল নেতাকর্মীদের দাবিতে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিষয়ে মনিরুল ইসলাম মনির বলেন, জীবনে আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। আমি আজীবন মানুষের উন্নয়নে কাজ করে যেতে চাই। আমি এলাকার নেতাকর্মীদের সুখ-দুঃখে সব সময় পাশে থেকেছি, ভবিষ্যতেও থাকতে চাই। এ কারণে দল থেকে মনোনয়ন না দিলেও তৃণমূলের চাওয়াতে আমি স্বতন্ত্রভাবে নির্বাচন করব। তিনি বলেন, আমি সর্বদা জনতার বারান্দায় হেঁটেছি। আমার কোনো সন্তান নেই, সম্পদ নেই। জনগণই আমার সম্পদ, তারাই আমার সন্তান। আওয়ামী লীগের স্থানীয় সূত্র জানিয়েছে, মনিরুল ইসলাম মনির চৌগাছা ও ঝিকরগাছা উপজেলার তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে দীর্ঘদিন ধরেই ঘনিষ্ঠ সম্পর্ক রেখেছেন। সে সুবাদে দলের তৃণমূলে তার আলাদা একটি গ্রহণযোগ্যতা রয়েছে। তিনি দীর্ঘ সময় ধরে জনপ্রতিনিধি ছিলেন। এর আগে ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির। তার পিতা বঙ্গবন্ধুর উপাধিপ্রাপ্ত ‘সাবাস চেয়ারম্যান’, ১৯৭০ সালে প্রাদেশিক পরিষদ সদস্য, ১৯৭১ সালে গণপরিষদ সদস্য, ১৯৭৩ সালে জাতীয় সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ১৯৪৯-২০০৪ সাল পর্যন্ত বিরতিহীনভাবে ৫৫ বছর মৃত্যুর পূর্ব পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। মনিরুল ইসলাম মনির বাঁকড়া জে. কে হাইস্কুল ছাত্রলীগের সভাপতি (১৯৮৫-৮৬), যশোর সরকারি সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি (১৯৮৯-১৯৯০), শহীদ মশিয়ূর রহমান ল’ কলেজ ছাত্রলীগের সভাপতি (১৯৯৩-৯৪), ১৯৯৬ সালে যশোর জেলা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত), মাত্র ২৫ বছর বয়সে ছাত্রলীগ থেকে সরাসরি যশোর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক (১৯৯৬-২০০৪), যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (২০০৪-২০১৫) হিসেবে দায়িত্ব পালন করেছেন। সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, অ্যাড. মনিরুল ইসলাম মনির সকাল থেকে রাত পর্যন্ত দিনে ১৬-১৮ ঘণ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অগ্রগতি ও উন্নয়নের বার্তা জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে গণসংযোগ, লিফলেট বিতরণ, মা সমাবেশ, হাটসভা, জনসভা ও পথসভা করেছেন। নৌকার নেতাকর্মীদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করেছেন। এ বিষয়ে জানতে চাইলে ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ জানান, মনিরুল ইসলামের সঙ্গে রাজনীতি করার সুযোগ পেয়ে তারা ধন্য। তারা বলেছেন, আমাদের ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া নাই। আমাদের চাওয়া ছিল এবারের নির্বাচনে তিনি নমিনেশন পাবেন। তিনি না পাওয়ায় আমরা হতাশ। তিনি স্বতন্ত্রভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আমরা তার সঙ্গে রয়েছি। এ বিষয়ে চৌগাছা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেন, চৌগাছার ১১টি ইউনিয়নে অ্যাড. মনিরুল ইসলাম মনিরের নজিরবিহীন উন্নয়ন মানুষের মুখে মুখে। আমরা আশা করেছিলাম তিনি মনোনয়ন পাবেন। কিন্তু তিনি পাননি। এই আসনে তৃণমূলের প্রথম পছন্দই ছিলেন মনিরুল ইসলাম। তবে তিনি যেহেতু স্বতন্ত্র নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন সেহেতু তৃণমূল তার সঙ্গেই থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App