×

জাতীয়

আন্দোলনের মাধ্যমেই জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৩, ১২:৩৯ পিএম

আন্দোলনের মাধ্যমেই জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হবে

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আবদুল মান্নান বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দীর্ঘ পনের বছরের অপশাসন ও দুঃশাসনের বিরুদ্ধে জনগণ আজ রাজপথে নেমে এসেছে। এই অবৈধ সরকার তার ক্ষমতার মেয়াদকে দীর্ঘায়িত করতে আজ্ঞাবহ নির্বাচন কমিশনকে দিয়ে জনধিকৃত ও প্রহসনের তফসিল ঘোষণা করেছে। ইতোমধ্যেই বাংলাদেশের জনগণ ও সকল বিরোধী রাজনৈতিক শক্তি এই তফসিল প্রত্যাখ্যান করেছে। আমরা সরকারকে স্পষ্ট বলতে চাই, অবিলম্বে পদত্যাগ করে নির্বাচন কমিশন পুনর্গঠন করে অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করুন। অন্যথায় রাজপথের আন্দোলনের মাধ্যমেই আপনাদের পতন নিশ্চিত করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হবে। সোমবার (২৭ নভেম্বর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সপ্তম দফা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর মতিঝিলে সড়ক অবরোধে নেতৃত্ব প্রদানকালে এসব কথা বলেন। জামায়াতের নিবন্ধন মামলায় ন্যায়ভ্রষ্ঠ রায় ও ফরমায়েশি একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে এবং জালেম সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ার টেকার সরকার গঠন, আমীরে জামায়াত ডা.শফিকুর রহমানসহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে সপ্তম দফা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর মতিঝিলে সড়ক অবরোধ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য এসএম শামসুল বারী, মু'তাসিম বিল্লাহ, নুর উদ্দিন এবং ছাত্রনেতা মুহিবুল্লাহ হোসাইনীসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাবৃন্দ। ড. মান্নান আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশের তৃতীয় বৃহৎ নিয়মতান্ত্রিক রাজনৈতিক সংগঠন। দেশের প্রতিটি সংসদে তার প্রতিনিধিত্ব ছিল। অথচ সরকারের গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে ন্যায়ভ্রষ্ট রায়ের মাধ্যমে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করেছে। আমিরে জামায়াত ডাঃ শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও আলেম ওলামাকে দীর্ঘদিন ধরে কারাগারে আটক করে রেখেছে। আমরা আমীরে জামায়াত সহ সকল নেতাকর্মী ও আলেম ওলামার মুক্তির দাবি জানাচ্ছি। বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে জামায়াতে ইসলামী এদেশের মাটি ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাচ্ছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে। ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠায় আমরা কখনও থেমে যাইনি, আমাদেরকে কখনো থামানো যাবেও না ইনশাআল্লাহ। এছাড়াও সপ্তম দফার ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে একই দাবিতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মহাসড়কে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের অবরোধ কর্মসূচি পালিত হয়। রাজধানীর শনির আখড়ায় সড়ক অবরোধ রাজধানীর শনির আখড়ায় সড়ক অবরোধ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসাইনের নেতৃত্বে এসময় আরো উপস্থিত ছিলেন মহানগরীর মজলিসে শূরার সদস্য এম এ রহিম, সাদেক বিল্লাহ, নওশের আলম ফারুক, রাসেল মাহমুদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। রাজধানীর মুগদা বিশ্বরোডে সড়ক অবরোধ মুগদা বিশ্বরোডে সড়ক অবরোধ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য মতিউর রহমানের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য শ্রমিক নেতা সোহেল রানা মিঠু, আবু নাবিল, বনি ইয়ামিন, মাওলানা আবু মাহি, এম আর জামান, অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। রাজধানীর ডেমরায় সড়ক অবরোধ, পুলিশের হামলা ও টিয়ারশেল নিক্ষেপ ডেমরায় মহাসড়ক অবরোধ করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। অবরোধকারীদের উপর পুলিশ হামলা চালিয়ে টিয়ারগ্যাস নিক্ষেপ করলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদের সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খানের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ইঞ্জিনিয়ার এম. ডি আলী, মো: হেলাল উদ্দিন, আবুল বাসার, দেলোয়ার হোসেন, আবু মোশায়েব, আবু সায়েম, জসিম উদ্দিন, শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম, ছাত্রনেতা সৌরভ, সহিদুলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। লালবাগে সড়ক অবরোধ লালবাগ এলাকায় সড়ক অবরোধ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য আব্দুল বারীর নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম, মাহফুজ আলম, আবু সায়েমসহ লালবাগ জোনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App