×

জাতীয়

আ.লীগ থেকে এবার মনোনয়ন পেলেন ২০ সংখ্যালঘু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৩, ০৮:০৯ পিএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৮ জন দলীয় মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। এদের মধ্যে রয়েছেন ২০ জন সংখ্যালঘু প্রার্থী। রবিবার (২৬ নভেম্বর) বেলা ৪টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মনোনয়ন প্রাপ্তদের মধ্যে ১৬ জন হিন্দু ৩ জন বৌদ্ধ ও একজন খ্রীস্টান ধর্মাবলম্বী।

তারা হলেন, ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়ন পেয়েছেন রমেশ চন্দ্র সেন। দিনাজপুর ১ আসনে মনোরঞ্জন শীল গোপাল, রংপুর ৩ আসনে তুষার কান্তি মণ্ডল, কুড়িগ্রাম ৩ এ সৌমেন্দ্র প্রসাদ পাণ্ডে, নওগাঁ ১ এ সাধন চন্দ্র মজুমদার,নওগাঁ ৩ আসনে সৌরেন্দ্র নাথ মজুমদার, যশোর ৫ স্বপন ভট্টাচার্য, মাগুরা ২ আসনে বীরেন শিকদার, খুলনা ১ ননী গোপাল মণ্ডল, খুলনা ৫ এ নারায়ণ চন্দ্র চন্দ, বরগুনা ১ এ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, পিরোজপুর ২ কানাই লাল বিশ্বাস, ময়মনসিংহ ১ এ জুয়েল আরং, নেত্রকোনা ৩ অসীম কুমার উকিল, মুন্সীগঞ্জ-৩ মৃণালকান্তি দাস, সুনামগঞ্জ ১ রণজিৎ চন্দ্র সরকার, কুমিল্লা ৭ প্রাণ গোপাল দত্ত, খাগড়াছড়ি- কুজেন্দ্রলাল ত্রিপুরা , রাঙ্গামাটি- দীপঙ্কর তালুকদার, বান্দরবন এলাকায়- বীর বাহাদুর উ শৈ সিং।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App