×

জাতীয়

রংপুরে বাম গণতান্ত্রিক জোটের মিছিলে পুলিশী হামলায় সিপিবির নিন্দা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৩, ০৭:২৬ পিএম

রংপুরে বাম গণতান্ত্রিক জোটের মিছিলে পুলিশী হামলায় সিপিবির নিন্দা

ছবি: সংগৃহীত

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স রংপুরে বাম জোটের মিছিলে পুলিশী হামলা ও নেতাকর্মীদের আহত করার ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছেন।

শনিবার ( ২৫ নভেম্বর) এক বিবৃতিতে দেশব্যাপী বাম গণতান্ত্রিক জোটের কর্মসূচি উপলক্ষে মিছিলে পুলিশী হামলার প্রতিবাদ-ক্ষোভ জানান তারা।

বিবৃতিতে নেতারা বলেন, প্রহসনের তফসিল বাতিল, তদারকি সরকারের অধীনে নির্বাচন, দমন-নির্যাতন বন্ধের দাবিতে আজ বাম গণতান্ত্রিক জোট রংপুর জেলার উদ্যোগে প্রেসক্লাব থেকে মিছিল সুপার মার্কেট অতিক্রমকালে সাদা পোশাকের পুলিশ ব্যানার কেড়ে নেয় এবং নেতাকর্মীদের ওপর হামলা চালায়।

নেতারা আরো বলেন, পুলিশী হামলায় জেলা সিপিবি সাধারণ সম্পাদক কাফি সরকার, বাসদ আহ্বায়ক আব্দুল কুদ্দুস, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক সাজু বাসফোর, ছাত্রনেতা রিনা মূর্মুসহ অনেকে আহত হন। বিবৃতিতে সিপিবি নেতারা হামলাকারী পুলিশের বিচার দাবি করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App