×

জাতীয়

শীতকালীন শীতকালীন পথনাটক উৎসবের উদ্বোধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৩, ১০:০৩ পিএম

শীতকালীন শীতকালীন পথনাটক উৎসবের উদ্বোধন

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পথনাটক পরিষদের শীতকালীন পথনাটক উৎসবের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ পথনাটক পরিষদের আয়োজনে এ উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট নাট্যকার নির্দেশক অভিনেতা নাট্যজন মামুনুর রশীদ।

বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি লেখক-গবেষক গোলাম কুদ্দুছ, আলোচক ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি নাট্যজন ঝুনা চৌধুরী, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চন্দন রেজা ও পরিষদের সহ-সভাপতি অধ্যাপক ড. রতন সিদ্দিকী। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ পথনাটক পরিষদের সহ-সাধারণ সম্পাদক আক্তার-উ-জ্জামান কিরণ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রযোজনা ‘ঠিকানা’ মঞ্চায়ন হয়। নাটকটির রচনা আজাদ আবুল কালাম, নির্দেশনা দেবাশীষ ঘোষ। নাটনন্দন এর প্রযোজনা ‘ধুপ আতরের বঙ্গপালা’র প্রদর্শনী হয়। এর রচনা ও নির্দেশনা আসমা আক্তার লিজা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App