×

জাতীয়

একতরফা নির্বাচন দেশকে আরো সংঘাতের দিকে নিয়ে যাবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৩, ১১:৪৮ পিএম

একতরফা নির্বাচন দেশকে আরো সংঘাতের দিকে নিয়ে যাবে

নির্বাচন উপলক্ষে গঠিত বাংলাদেশ আওয়ামী লীগ-এর তথ্য-প্রযুক্তি (আইটি) বিষয়ক উপ- কমিটির ১ম সভা। ছবি: ভোরের কাগজ

একতরফা নির্বাচন দেশকে আরো সংঘাতের দিকে নিয়ে যাবে

নাগরিক বিবৃতি

চলমান উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় না নিয়ে প্রধান নির্বাচন কমিশনার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে দেশকে আরো সংঘাতের দিকে ঠেলে দিয়েছেন বলে মনে করেন দেশের ৫৮৬ জন বিশিষ্ট নাগরিক। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) এক বিবৃতিতে বিশিষ্ট নাগরিকরা অবিলম্বে একতরফা নির্বাচনের তফসিল বাতিল করে একটি নিরপেক্ষ, সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে জাতীয় ও আন্তর্জাতিক মহলের আকাঙ্ক্ষা অনুযায়ী দল নিরপেক্ষ সরকার গঠন ও সংলাপের মাধ্যমে নতুন তফসিল দেয়ার আহ্বান জানান। দেশের এই ক্রান্তিকালে সমাজের সবচেয়ে সচেতন এবং প্রজ্ঞাবান মানুষ হিসেবে বিশিষ্ট নাগরিকরা বলেন , গণতন্ত্রের পূর্বশর্ত হচ্ছে মানুষের ভোটের অধিকার, মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা। প্রধান বিরোধী দল বিএনপিসহ দেশের ৩৬টি রাজনৈতিক দল মানুষের এই ভোটের অধিকার বাস্তবায়নের জন্য দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে। কিন্তু সরকার তাতে কর্ণপাত না করে আরেকটি ২০১৪ এবং ২০১৮ মার্কা নির্বাচনের আয়োজন করার পাঁয়তারা চালাচ্ছে । এর পরিণতি শুভ কর নয়। জাতীয় নির্বাচন মানুষের জীবনে প্রতি পাঁচ বছর পর পর আসে সেটাকে উৎসবমুখর করে তোলার দায়িত্ব সরকারের। কিন্তু সরকার বিরোধীদল বিএনপিসহ আন্দোলনকারী দলগুলোর সভা সমাবেশ করার সমস্ত অধিকার ধুলিস্যাৎ করে দিয়ে কেবলমাত্র তাদের নিজেদের শিবিরের এবং পছন্দের দলগুলোকে নির্বাচনী প্রক্রিয়ায় সংযুক্ত করছে। একটি দলের অফিসের সামনে উৎসব মুখর পরিবেশ আর একটি দলের অফিসে ঝুলছে তালা, পুলিশের সতর্ক পাহারার কারণে সেখানে প্রবেশ করতে পারছে না কোন নেতাকর্মী। ইতিমধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও আমির খসরু মাহমুদ চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। অনেকের বাড়িতে প্রতি রাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হানা দিচ্ছে গ্রেপ্তার করার জন্য। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে গোটা দেশ আজ পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে । এখন নতুন কৌশল হিসেবে জাতীয় সংসদের নির্বাচন করতে পারে বিএনপির এমন সব সম্ভাব্য প্রার্থীদের বিরুদ্ধে ঢালাও সাজা দেয়া হচ্ছে আদালতকে ব্যবহার করে। তারা বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন আয়োজন করা হলে তার যে চিত্র আমাদের চোখে ভাসে বর্তমান সেটাই আমরা দেখতে পাচ্ছি। এখানে সব রাজনৈতিক দলের জন্য লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি হচ্ছে না, ইতিপূর্বেও হয় নাই। যে কারণে বিরোধীদল বিএনপি নির্বাচনকালে একটি দল নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার দাবিতে অনড় রয়েছে। বিশিষ্ট নাগরিকরা বলেন, এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের ১৮ কোটি মানুষ প্রত্যক্ষ করেছে কোন দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বিগত দিনে ১১টি জাতীয় নির্বাচনের মধ্যে সাতটি দলীয় সরকারের অধীনে এবং চারটি দল নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছে। যে চারটি জাতীয় নির্বাচন দল নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছে সেখানে কোন বিতর্ক ছিল না। মানুষ উৎসব মুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। বর্তমান সরকার ২০০৮ সালে ক্ষমতায় এসে উচ্চ আদালতের রায়ের ভুল ব্যাখ্যা দিয়ে এবং সংবিধান বিশেষজ্ঞদের সকল মতামত উপেক্ষা করে কেবলমাত্র এক ব্যক্তির ইচ্ছা বাস্তবায়নের লক্ষ্যে সংবিধান থেকে সেই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার বিধান বাতিল করা হয়েছে। এরপর থেকে শুরু হয়েছে দখলদারিত্বের মহা উৎসব যেখানে জনগণের কোন অংশগ্রহণ নেই । ২০১৪ সালে বিনা ভোটে ১৫৪ জন কে সংসদ সদস্য ঘোষণা দিয়ে শপথ নেওয়ার মধ্য দিয়ে স্থাপন করা হলো এক নজিরবিহীন ইতিহাস। আর ২০১৮ সালে দিনের ভোট আগের রাতেই পুলিশ ও প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ব্যালট পেপারে সিল মেরে ভোটের বাক্স ভরে উপহার দেওয়া হয় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত নির্বাচন। বিশিষ্ট নাগরিকরা মনে করেন, সরকার এবং নির্বাচন কমিশন যে পথে হাঁটছে তাতে জনমনে এই ধারণা স্পষ্ট হচ্ছে যে, দেশে ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনের মতোই আরেকটি প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ।এর পরিণতি কখনোই দেশের জন্য ভালো হবে বলে মনে করেন না এই বিশিষ্ট নাগরিকরা। তারা সরকারকে এই পথ পরিহার করে একটি সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ এবং উৎসব মুখর নির্বাচনের আয়োজন করার জন্য জনআকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন - প্রফেসর ড. আনোয়ারউল্লাহ চৌধুরী, প্রফেসর ড.মাহবুব উল্লাহ, প্রফেসর ড. আফম ইউসুফ হায়দার, এডভোকেট এজে মোহাম্মদ আলী, সাংবাদিক আলমগীর মহিউদ্দিন, এডভোকেট জয়নুল আবেদীন, প্রফেসর আহমেদ কামাল, অধ্যাপক নুরুল আমিন, প্রফেসর ড. তাজমেরি এসএ ইসলাম, সাংবাদিক রুহুল আমিন গাজী, প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন, কবি ও সাংবাদিক আবদুল হাই শিকদার, প্রফেসর ডা. সিরাজ উদ্দিন আহমেদ, প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার, সাংবাদিক ড. রেজোয়ান হোসেন সিদ্দিকী, ব্যারিস্টার কায়সার কামাল, সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, প্রফেসর ড. আবদুল লতিফ মাসুম, প্রফেসর ড. খলিলুর রহমান, প্রফেসর ডা. গাজী আবদুল হক, প্রফেসর ড. মোশাররফ হোসেন মিয়া, সাংবাদিক এম এ আজিজ , সাংবাদিক এলাহী নেওয়াজ খান, সাংবাদিক মুন্সী আবদুল মান্নান, সাংবাদিক কামাল উদ্দিন সবুজ, সাংবাদিক এম. আবদুল্লাহ, সাংবাদিক কাদের গনি চৌধুরী, সাংবাদিক সৈয়দ আবদাল আহমেদ, আমিরুল ইসলাম কাগজী, প্রকৌশলী আনহ আকতার হোসেন, সাবেক সচিব আবদুল হালিম, সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ, সাবেক সচিব আবদুর রশিদ সরকার, সাবেক সচিব বিজন কান্তি সরকার, সাবেক সচিব মুহম্মদ জকরিয়া, প্রফেসর ডা. আবদুল কুদ্দুস, প্রফেসর ডা. একেএম আজিজুল হক, প্রফেসর ডা. হারুন আল রশিদ, ডা. আবদুস সালাম, ডা. সৈয়দা তাজনিন ওয়ারিশ সিমকী, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, প্রকৌশলী আলমগীর হাসিন আহমেদ, কৃষিবিদ রাশিদুল হাসান হারুন, কৃষিবিদ প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান, প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম, প্রফেসর ড. মোর্শেদ হাসান খান, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, প্রফেসর ড. লুৎফর রহমান, প্রফেসর ড. ছিদ্দিকুর রহমান খান, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, এডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফ উদ্দিন উজ্জল, কৃষিবিদ গোলাম হাফিজ কেনেডি, প্রফেসর ড. শামসুল আলম সেলিম, প্রফেসর ড. নুরুল ইসলাম, প্রফেসর ড. কামরুল আহসান, প্রফেসর ড. নজরুল ইসলাম, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, সাংবাদিক শহিদুল ইসলাম, সাংবাদিক খুরশীদ আলম, নূরুদ্দীন নুরু, অধ্যাপক ড. আবদুর রশিদ, অধ্যাপক ড. আব্দুল করিম, এডভোকেট আবদুল জব্বার ভূঁইয়া, এডভোকেট ওমর ফারুক ফারুকী, এডভোকেট শামীম আখতার, এডভোকেট আবদুল খালেক মিলন, এডভোকেট জহিরুল হাসান মুকুল, অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, অধ্যাপক ড. মো. আল আমিন, অধ্যাপক ড. মো. গোলাম রাব্বানী, অধ্যাপক ড. এসএম নসরুল কাদির, অধ্যাপক ড. খন্দকার এমামুল হক (সানজিদ), অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. ইফতেখারুল আলম মাসুদ, অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ কামরুল আহসান, অধ্যাপক ড. মো. তোজাম্মেল হোসেন, অধ্যাপক ড. সাব্বির মোস্তফা খান, অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, অধ্যাপক ড. নাসরিন সুলতানা, অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার, অধ্যাপক ড. মামুনুর রশিদ, অধ্যাপক ড. মো. আবুল হাশেম, অধ্যাপক ড. এসএম আব্দুর রাজ্জাক, একেএম ওয়াহিদুজ্জামান অ্যাপোলো, অধ্যাপক ড. মাসুমা হাবিব, অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, অধ্যাপক ড. এআরএম মোস্তাফিজুর রহমান, এডভোকেট কামরুল ইসলাম সজল, এডভোকেট মোহাম্মদ আলী, এডভোকেট জয়নাল আবেদীন মেসবাহ, অধ্যাপক ড. আমিনুল ইসলাম তালুকদার, অধ্যাপক মো. আনিসুর রহমান, অধ্যাপক ড. মো. মুস্তাফিজুর রহমান, অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, অধ্যাপক ড. এমএম শরিফুল করিম, ড. শেখ মনির উদ্দিন জুয়েল ,অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ, অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, অধ্যাপক ড. মো. রইস উদ্দিন, অধ্যাপক ড. গোলাম রব্বানী, ডা:শাকিরুল ইসলাম খান শাকিল, অধ্যাপক ড. মো. মাসুদুল হাসান খান (মুক্তা), অধ্যাপক ড. মো. আলমোজাদ্দেদী আলফেছানি, অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম, দেবাশীষ পাল, অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম রুবেল, অধ্যাপক ড. আবু জাফর খান, অধ্যাপক ড. এটিএম জাফরুল আযম, অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন সরকার, অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, অধ্যাপক ড. মো. আমির হোসেন, অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম, খান মো. মনোয়ারুল ইসলাম, মুহাম্মদ সাজ্জাদুর রহিম (সাজিদ), অধ্যাপক ড. মো. বেলাল উদ্দিন, অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম, মুহাম্মদ শের মাহমুদ, অধ্যাপক ড. নাজমুস সাদাত, মো. তানজিল হোসেন, অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার, অধ্যাপক ড. মো. আতাউর রহমান, অধ্যাপক ড. মো. আব্দুল খালেক , অধ্যাপক ড. মো. সায়েফ উল্লাহ, মো. আল আমিন, ড. মো. সাইফুল আলম, ড. আলী মো. কাওসার, অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, অধ্যাপক ড. মো. আব্দুস সালাম, মো. শাহ শামীম আহমেদ , অধ্যাপক মো. মনিনুর রশিদ,অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান, অধ্যাপক ড. শামীমা সুলতানা, অধ্যাপক ড. মো. সোহেল রানা , অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম জাহিদ, অধ্যাপক ড. নাসিফ আহসান, অধ্যাপক ড. মো. আখতার হোসেন, অধ্যাপক ড. মো. মতিউর রহমান, অধ্যাপক ড. মো. মেজবাহুল ইসলাম, অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, অধ্যাপক তানভীর আহসান,অধ্যাপক ড. মো. ইমাম হোসেন, অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, অধ্যাপক ড. মো. আনিসুর রহমান, অধ্যাপক ড. মো. আসহাবুল হক, অধ্যাপক ড. মো. আলী হোসেন, অধ্যাপক ড. মো. মঞ্জুর-উল-হায়দার, অধ্যাপক ড. এসএম হাফিজুর রহমান, অধ্যাপক ড. মো. শামীম আহসান তালুকদার (তুষার), ড. মো. নাজমুল হোসেন, এডভোকেট এম এ বারী, কৃষিবিদ প্রফেসর ড. একে ফজলুল হক ভুঁইয়া, এডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী, এডভোকেট আবুল কাশেম, ইঞ্জিনিয়ার আবদুল হালিম, ডা. আজফারুল হাবিব রোজ, ইঞ্জিনিয়ার মঞ্জুর মোরশেদ, ডা. রফিকুল ইসলাম বাচ্চু, ডা. রফিকুল ইসলাম, ডা. পারভেজ রেজা কাকন, ডা. আমান উল্লাহ, ডা. মোহাম্মদ আলী সিদ্দিক, ডা. বজলুল গনি ভূঁইয়া, প্রফেসর ড. মো. ইসরাফিল রতন, প্রফেসর ড. সাবরিনা শাহনাজ, অধ্যাপক ড. মো. রাকিবুল হক, অধ্যাপক ড. কাজী আহসান হাবিব, অধ্যাপক তাহমিনা আখতার (টফি), অধ্যাপক ড. ইয়ারুল কবির, অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভুইয়া, অধ্যাপক ড. এসএম আব্দুল আউয়াল, অধ্যাপক মো. সাজেদুল করিম, অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন, অধ্যাপক ড. আব্দুস সালাম, অধ্যাপক ড. মো. মেহেদী মাসুদ, অধ্যাপক খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা, অধ্যাপক ড. মো. শাহ এমরান, অধ্যাপক ড. মো. আমিনুল হক, অধ্যাপক ড. মো. ইলিয়াস, অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন, অধ্যাপক ড. দিলিপ কুমার বড়ুয়া, অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী, অধ্যাপক ড. মো. হারুন অর রশিদ, অধ্যাপক ড. মো. আবুল হাসান (মুকুল), অধ্যাপক মো. আলমগীর হোসেন, অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান, অধ্যাপক ড. মতিয়ার রহমান, অধ্যাপক ড. শেখ মো. রফিকুল ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, মুহাম্মদ জাকারিয়া, অধ্যাপক ড. সাইফুল হুদা, অধ্যাপক ড. মো. আনোয়ারুল কবির ভুইয়া, অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ, অধ্যাপক ড. মো. আতিকুল ইসলাম, অধ্যাপক ড. একেএম মহিউদ্দিন, অধ্যাপক ড. মো. আবু জুবায়ের, অধ্যাপক ড. মো. আব্দুর রহিম, অধ্যাপক মো. মোখলেসুর রহমান, অধ্যাপক ড. রেজওয়ান আহমদ, অধ্যাপক ড. শেখ সিরাজুল হাকিম, অধ্যাপক আ ফ ম জাকারিয়া, অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, প্রফেসর ডা. মো. শহিদ হাসান, ডা. রফিকুল কবির লাবু, ডা. আব্দুস সালাম, ডা. মোস্তাক রহিম স্বপন, ডা. হারুন অর রশিদ, ডা. এ এ গোলাম মর্তুজা হারুন, ডা: সরকার মাহাবুব আহমেদ শামীম, ডা. মো. সিরাজুল ইসলাম, ডা. আজিজ রহিম, ডা. শামিমুর রহমান, ডা. মো. আব্দুল কুদ্দুস, ডা. ওয়াসিম হোসেন, ডা. শাহারিয়ার হোসেন চৌধুরী, ডা. শাহ মোহাম্মদ শাহাজান আলী, ডা. রফিকুল হক বাবলু, ডা. এম এ সেলিম, ডা. মো. জসিম উদ্দিন, ডা. খুরশিদ জামিল চৌধুরী, ডা. খালেকুজ্জামান বাদল, ডা. তমিজউদ্দিন আহমেদ, ডা. আকমল হাবিব চৌধুরী, ডা. মোফাখখারুল ইসলাম, ডা. এ কে এম মুসা শাহিন, ডা. কামরুল হাসান সরদার, ডা. শামসুজ্জামান সরকার, ডা. শরিফুল ইসলাম বাহার, ডা. মোহাম্মদ আলী সিদ্দিকী, ডা. সাইফুল ইসলাম সেলিম, ডা. পরিমল চন্দ্র মল্লিক, ডা. শাহ নেওয়াজ চৌধুরী, ডা. শেখ আক্তারুজ্জামান, ডা. তৌহিদুর রহমান ববি, ডা. খন্দকার জিয়াউল ইসলাম, ডা. আমিরুজ্জামান খান লাভলু, ডা. সৈয়দ মো. আকরাম হোসেন, ডা. জহিরুল ইসলাম শাকিল, ডা. নাসির উদ্দিন পনির, ডা. মো. খায়রুল ইসলাম, ডা. সুমন নাজমুল হোসেন, ডা. কাজী মাজাহারুল ইসলাম দোলন, ডা. সামিউল হাসান বাবু, ডা. মো. জাকির হোসেন, ডা. আব্দুস শাকুর খান, ডা. মারুফ বিন সাইদ, ডা. মো. শাহাদাৎ হোসেন, ডা. কামাল উদ্দিন, ডা. জিয়াউল করিম জিয়া, ডা. মাসুম আক্তার চন্দন, ডা. মো. আজহারুল ইসলাম, ডা. সায়েফ উল্লাহ, ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, ডা. আবুল কেনান, ডা. এ বি এম ছফিউল্লাহ, ডা. মো. মজিবুল হক দোয়েল, ডা. এম এ কামাল, ডা. সাইফুদ্দিন নিসার আহমেদ, ডা. রেজাউল আলম নিপ্পন, ডা. এ টি এম ফরিদ উদ্দিন, ডা. হাসান জাফর রিফাত, ডা. রেহান উদ্দিন খান, ডা. গোলাম সারোয়ার বিদ্যুৎ, ডা. মো. নজরুল ইসলাম, ডা. মো. শহিদুল হাসান (বাবুল), ডা. ইমদাদুল হক ইকবাল, ডা. শফিউল্লাহ ঝিন্টু, ডা. হাসনাত আহসান সুমন, ডা. তৌহিদ সিকদার, ডা. মিজানুর রহমান কাউসার, ডা. এরফানুল হক সিদ্দিকী, ডা. ফাওয়াজ হোসেন শুভ, ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমি, ডা. ডি এম এম ফারুক ওসমানী খোকন, ডা. সৈয়দ মাহতাবুল ইসলাম, ডা. শেখ ফরহাদ, ডা. মেহেদী হাসান, ডা. দিদারুল আলম, ডা. তৌহিদুল ইসলাম, ডা. মো. ওয়াসীম, ডা. মোফাখখারুল ইসলাম রানা, ডা. জিয়াউল ইসলাম, ডা. শাকিল আহম্মেদ, ডা. আবু আহসান ফিরোজ, ডা. ফরহাদ হোসেন চৌধুরী, ডা. ফারুখ হোসেন, ডা. আদনান হাসান মাসুদ, ডা. আলমগীর কবির উজ্জল, ডা. মোহাম্মদ উল্লাহ মোস্তফা, ডা. রিদওয়ানুল ইসলাম, ডা. মো. রফিকুল ইসলাম, ডা. মো. হারুন উর রশিদ খান রাকিব, ডা. মো. সামছুল আলম, ডা. মোস্তফা আজিজ সুমন, ডা. মোহাম্মদ ইসহাক, ডা. এ এস এম আতিকুর রহমান, ডা. সামিউল আলম সুহান, ডা. গাজী মো. শাহিন, ডা. আবু হেনা হেলাল উদ্দিন, ডা. নজরুল ইসলাম আকাশ, ডা. মুরাদ হোসেন, ডা. শহিদুল ইসলাম, ডা. এ এস এম নওরোজ, ডা. শাহ মো. আমান উল্লাহ, ডা. আ খ ম আনোয়ার হোসেন মুকুল, ডা. মো. ইদ্রিস আলী, ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু, ডা. জাহিদুল কবির, ডা. জাফর ইকবাল, ডা. মো. আল মামুন, ডা. নাফিজ ইমতিয়াজ শিপলু, ডা. খালেকুজ্জামান দীপু, ডা. একরামুল রেজা টিপু, ডা. রেজওয়ানুর রহমান সোহেল, ডা. জাভেদ আহমেদ, ডা. তাজুল ইসলাম লোহানী, ডা. মো. আবু সায়েম, ডা. মো. সায়েম, ডা. সাইফুল আলম রনজু, ডা. তালুকদার তরিকুল ইসলাম আয়াস, ডা. ফারুক আহম্মদ, ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ, ডা. মতিউর রহমান আজাদ, ডা. মাহমুদুর রহমান নোমান, ডা. এরশাদ হাসান সোহেল, ডা. মনোয়ার সাদাত, ডা. মো. সাজ্জাদুর রহমান, ডা. কাজী মোহাম্মদ কামরুল ইসলাম, ডা. এস এম এ মাহাবুব মুন্না, ডা. মো. ফখরুজ্জামান, ডা. আনোয়ারুল ইসলাম, ডা. আহমেদ সামি আল হাসান ইমন, ডা. মো. জাবেদ হোসেন, ডা. হাসানুল আলম শামীম, ডা. মো. আসলাম উদ্দিন, ডা. মো. সফিউল আলম ডেভিড, ডা. শরিফ আহমেদ, ডা. এস এম আকরামুজ্জামান, ডা. আবু নাসের, ডা. মো. আল আমিন, ডা. মো. আসিফুর রহমান, ডা. আবুল কালাম মো. ইউসুফ শিবলি, ডা. ফকির ওয়ালিদ শাহ্, ডা. সাইফুল ইসলাম শাকিল, ডা. শাহাদাৎ হোসেন জুয়েল, ডা. দেলোয়ারা খানম পান্না, ডা. রোকনুজ্জামান রুবেল, ডা. মো. আব্বাস উদ্দিন, ডা. মনিরুল ইসলাম চয়ন, ডা. মো. মমিনুল হক, ডা. গালিব হাসান, ডা. নাভিদ মোস্তাক,ডা. নজরুল ইসলাম সেলিম, অধ্যাপক ড. আবদুর রশিদ, অধ্যাপক মো. লুৎফর রহমান, অধ্যাপক ড. আব্দুল করিম, অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, অধ্যাপক ড. মো. আল আমিন, অধ্যাপক ড. মো. গোলাম রাব্বানী, অধ্যাপক ড. এসএম নসরুল কাদির, অধ্যাপক ড. খন্দকার এমামুল হক (সানজিদ),অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ কামরুল আহসান, অধ্যাপক ড. মো. তোজাম্মেল হোসেন, অধ্যাপক ড. সাব্বির মোস্তফা খান, অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, অধ্যাপক ড. নাসরিন সুলতানা, অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার, অধ্যাপক ড. গোলাম হাফিজ কেনেডি, অধ্যাপক ড. মামুনুর রশিদ, অধ্যাপক ড. মো. আবুল হাশেম, অধ্যাপক ড. এসএম আব্দুর রাজ্জাক, একেএম ওয়াহিদুজ্জামান অ্যাপোলো, অধ্যাপক ড. মাসুমা হাবিব, অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, অধ্যাপক ড. এআরএম মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. আমিনুল ইসলাম তালুকদার, অধ্যাপক মো. আনিসুর রহমান, অধ্যাপক ড. মো. মুস্তাফিজুর রহমান, অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, ড. আ ন ম ফজলুল হক সৈকত, অধ্যাপক ড. এমএম শরিফুল করিম, ড. শেখ মনির উদ্দিন জুয়েল অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ,অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার,অধ্যাপক ড. মো. রইস উদ্দিন, অধ্যাপক ড. গোলাম রব্বানী, ড. শাকিরুল ইসলাম খান শাকিল, অধ্যাপক ড. মো. মাসুদুল হাসান খান (মুক্তা), অধ্যাপক ড. মো. আলমোজাদ্দেদী আলফেছানি, অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম, দেবাশীষ পাল, অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম রুবেল, অধ্যাপক ড. আবু জাফর খান, অধ্যাপক ড. এটিএম জাফরুল আযম, অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন সরকার, অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, অধ্যাপক ড. মো. আমির হোসেন। অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম,খান মো. মনোয়ারুল ইসলাম, মুহাম্মদ সাজ্জাদুর রহিম (সাজিদ), অধ্যাপক ড. মো. বেলাল উদ্দিন, অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম, মুহাম্মদ শের মাহমুদ, অধ্যাপক ড. নাজমুস সাদাত, মো. তানজিল হোসেন,অধ্যাপক ড. মো. আব্দুল করিম, অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার, অধ্যাপক ড. মো. আতাউর রহমান, অধ্যাপক ড. মো. আব্দুল খালেক, অধ্যাপক ড. মো. সায়েফ উল্লাহ,মো. আল আমিন, ড. মো. সাইফুল আলম ,ড. আলী মো. কাওসার,অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম অধ্যাপক ড. মো. আব্দুস সালাম, মো. শাহ শামীম আহমেদ ,অধ্যাপক মো. মনিনুর রশিদ,অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান,অধ্যাপক ড. শামীমা সুলতানা,অধ্যাপক ড. মো. সোহেল রানা,অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম জাহিদ,অধ্যাপক ড. নাসিফ আহসান , অধ্যাপক ড. মো. আখতার হোসেন,অধ্যাপক ড. মো. মতিউর রহমান,অধ্যাপক ড. মো. মেজবাহুল ইসলাম,অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, অধ্যাপক তানভীর আহসান,অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম,অধ্যাপক ড. মো. ইমাম হোসেন,অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম,অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, অধ্যাপক ড. মো. আনিসুর রহমান, অধ্যাপক ড. মো. আসহাবুল হক, অধ্যাপক ড. মো. আলী হোসেন, অধ্যাপক ড. মো. মঞ্জুর-উল-হায়দার,অধ্যাপক ড. এসএম হাফিজুর রহমান,অধ্যাপক ড. মো. শামীম আহসান তালুকদার (তুষার) , ড. মো. নাজমুল হোসেন,মো. ইসরাফিল রতন,সাবরিনা শাহনাজ,অধ্যাপক ড. মো. রাকিবুল হক, অধ্যাপক ড. কাজী আহসান হাবিব, অধ্যাপক তাহমিনা আখতার (টফি), অধ্যাপক ড. ইয়ারুল কবির, অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভুইয়া, অধ্যাপক ড. এসএম আব্দুল আউয়াল, অধ্যাপক মো. সাজেদুল করিম, অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন, অধ্যাপক ড. আব্দুস সালাম, অধ্যাপক ড. মো. মেহেদী মাসুদ, অধ্যাপক খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা, অধ্যাপক ড. মো. শাহ এমরান, অধ্যাপক ড. মো. আমিনুল হক, অধ্যাপক ড. মো. ইলিয়াস, অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন, অধ্যাপক ড. দিলিপ কুমার বড়ুয়া, অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী, অধ্যাপক ড. মো. হারুন অর রশিদ, অধ্যাপক ড. মো. আবুল হাসান (মুকুল), অধ্যাপক মো. আলমগীর হোসেন, অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান, অধ্যাপক ড. মতিয়ার রহমান, অধ্যাপক ড. শেখ মো. রফিকুল ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, মুহাম্মদ জাকারিয়া, অধ্যাপক ড. মো. লুৎফর রহমান, অধ্যাপক ড. সাইফুল হুদা, অধ্যাপক ড. মো. আনোয়ারুল কবির ভুইয়া, অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ, অধ্যাপক ড. মো. আতিকুল ইসলাম, অধ্যাপক ড. একেএম মহিউদ্দিন, অধ্যাপক ড. মো. আবু জুবায়ের, অধ্যাপক ড. মো. আব্দুর রহিম, অধ্যাপক মো. মোখলেসুর রহমান, অধ্যাপক ড. রেজওয়ান আহমদ, অধ্যাপক ড. শেখ সিরাজুল হাকিম, অধ্যাপক আ ফ ম জাকারিয়া,অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, ইঞ্জিনিয়ার হামিদ, কৃষিবিদ জিয়াউল হায়দার পলাশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App