×

জাতীয়

বিএনপির প্রচার সম্পাদক এ্যানির জামিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৩, ০৬:০২ পিএম

বিএনপির প্রচার সম্পাদক এ্যানির জামিন

ছবি: ভোরের কাগজ

পুলিশের কাজে বাঁধাদানে ২০১৯ সালে পল্টন থানায় করা নাশকতার মামলায় বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির স্থায়ী জামিন মঞ্জুর করেছেন আদালত। এ মামলায় তিনি আগে অস্থায়ী জামিনে ছিলেন।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) আসামির উপস্থিতিতে তার স্থায়ী জামিন চেয়ে শুনানি করেন আইনজীবীরা। অন্যদিকে স্থায়ী জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ মো. আসাদুজ্জামানের আদালত ১০ হাজার টাকা বন্ডে এ্যানির স্থায়ী জামিন মঞ্জুর করেন।

জামিনের বিষয় নিশ্চিত করে এ্যানির আইনজীবী অ্যাডভোকেট মহি উদ্দিন চৌধুরী বলেন, এ মামলার এজাহারে শহিদ উদ্দিন চৌধুরীর নাম ছিলনা। এজাহারভুক্ত আসামি ছিলেন ৩৯ জন। তবে চার্জশিটের সময় ৪০ নম্বর আসামি হিসাবে তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়। এ মামলায় তিনি আগে অস্থায়ী জামিনে ছিলেন। আজ আদালত তার স্থায়ী জামিন মঞ্জুর করেছেন।

এর আগে গত ২৬ অক্টোবর এন্যানিকে ২০১৯ সালের নাশকতার এই মামলায় এ্যানির স্থায়ী জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। পুলিশের কাজে বাধাদানের অভিযোগ তুলে এ মামলাটি দায়ের করা হয়েছিল। তবে এদিন পাবলিক প্রসিকিউটর (রাষ্ট্রপক্ষের আইনজীবী) আব্দুল্লাহ আবু উপস্থিত না থাকায় জামিন শুনানি পেছানোর জন্য আবেদন করেন রাষ্ট্রপক্ষের অন্য আইনজীবীরা। তাদের আবেদন মঞ্জুর আদালত ২৩ নভেম্বর জামিন শুনানির দিন ধার্য করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App