×

জাতীয়

বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত নয়: রেলপথমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৩, ০৬:০২ পিএম

বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত নয়: রেলপথমন্ত্রী

ছবি: ভোরের কাগজ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত নয় বলে মন্তব্য করেছেন রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন। তিনি বলেন, গত ১৫ বছর ধরে বিএনপি স্থানীয় ও জাতীয় কোন নির্বাচনে অংশ নেয়নি। ফলে তাদের আগামী সংসদ নির্বাচনের কোন প্রস্তুতি নেই। তাই দলটি আসন্ন নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ সোসাইটি আয়োজিত স্মাট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ সামিট ফর সোশ্যাল ডেভেলপমেন্ট -২০২৩ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রেলপথমন্ত্রী বলেন, বিএনপি আন্দোলনের নামে রেলসহ নানা রাষ্ট্রীয় সম্পদে অগ্নি সংযোগ করছে। তাদের এসব অপকর্মের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। লোকবলের অভাবে বিশাল রেলপথে শতভাগ নজরদারি করা সম্ভব নয়। তাই এসব আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম অহিদুজ্জামানের সভাপতিত্বে ও ভোক্তা অধিকার সংরক্ষণ সোসাইটির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এফবিসিসিআইয়ের পরিচালক মোহাম্মদ কাউছার আহমেদ, পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন,বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেন এফসিএমএ।

আরো বক্তব্য দেন, এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট খায়রুল হুদা চপল, নতুনধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. সাদী-উজ-জামান, ভাইয়া গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান শাখাওয়াত হোসাইন মামুন,ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জগলুল কবির। অনুষ্ঠানে প্রধান সমন্বয়ক ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ সোসাইটির সভাপতি খালেদ মোশাররফ চৌধুরী রানা।

খায়রুল হুদা চপল বলেন,আমরা আমাদের চাহিদা অনুযায়ী সরবরাহ কাঠামো ঠিক রাখতে পারলে পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে। তাছাড়া বর্তমানে হরতাল অবরোধের কারণে প্রতিদিন ৬হাজার কোটি টাকা লোকসান হচ্ছে। আমরা আর স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ দেখতে চাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App