×

জাতীয়

একতরফা নির্বাচনী তফসিল ঘোষণার প্রতিবাদে সিপিবির হরতাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৩, ১০:৫৯ পিএম

জনমত উপেক্ষা করে একতরফা নির্বাচনী তফসিল ঘোষণার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশেল কমিউনিস্ট পার্টিসহ বাম গণতান্ত্রিক জোট। জোট আগামীকাল বৃহস্পতিবারের হরতাল সফল করার আহ্বান জানিয়েছে। বুধবার (১৫ নভেম্বর) নির্বাচনী তফসিল ঘোষণার পর এর প্রতিবাদে দলের সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক যুক্ত বিবৃতিতে দেশবাসীর প্রতি এই আহ্বান জানিয়েছেন। এতে আরো বলা হয়,  জনমত উপেক্ষা করে একতরফা নির্বাচনী তফসিল ঘোষণার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা আগামীকাল ১৬ নভেম্বর বৃহস্পতিবারের সারাদেশব্যাপী অর্ধদিবস (৬টা-২টা) হরতাল সফল করার আহ্বান জানাচ্ছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। তারা নির্বাচন কমিশন ঘোষিত একতরফা এই তফসিল বাতিল করে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের পুন:তফসিল ঘোষণার দাবি জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App