×

জাতীয়

৬ দিনের রিমান্ডে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৩, ০৫:১২ পিএম

৬ দিনের রিমান্ডে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান

ছবি: সংগৃহীত

প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রমনা মডেল থানায় করা মামলায় বাংলাদেশ জাতীয় দলের (বিজেডি) চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (১২ ডিসেম্বর) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী এ রিমান্ড মঞ্জুর করেন।

এরআগে এদিন তাকে আদালতে হাজির করা হয়। এসময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা জানান, আসামী সৈয়দ এহসানুল হুদা নিবন্ধনহীন নাম সর্বস্ব বাংলাদেশ জাতীয় দল বিজেডি এর চেয়ারম্যান। বিএনপির অযৌক্তিক এবং অসাংবিধানিক দাবী আদায়ের হিংসাত্মক আন্দোলনে নামে ১২ দলীয় জোটের মূল সমন্বয়কের দায়িত্ব পালন করছে। তাদের মূল উদ্দেশ্য হলো যেকোন রকম অরাজক পরিস্থিতি সৃষ্টি করে বিএনপির অযৌক্তিক দাবীর সাথে সাওয়াল হয়ে যেকোন রকম রাজনৈতিক লাভজনক ফায়েদা লোটা। এহসানুল হুদাসহ অপর আসামিরা মিলে গত ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনসহ অরাজকতা সৃষ্টি করে। মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ডে নেয়া প্রয়োজন।

গত শনিবার (১১ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ শুরুর আগে বিএনপির নেতাকর্মীরা গাছের ডাল ভেঙে ও লাঠি দিয়ে প্রধান বিচারপতির বাসভবনের নামফলক, গেটে হামলা চালায়। তারা ভেতরে ইটপাটকেল ছুড়তে থাকে। এ ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৫৯ নেতাকর্মীর বিরুদ্ধে রমনা থানায় মামলা করে পুলিশ।

ফখরুল-আব্বাস ছাড়াও মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আব্দুল আওয়াল মিন্টু, আহমেদ খান, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী, শামসুজ্জামান দুদু, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, ব্যারিস্টার শাহজাহান ওমর, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, ভিপি জয়নাল, মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম ডোনার ও সদস্য সচিব আমিনুল হক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App