×
Icon এইমাত্র
ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ফাঁকি মামলার শুনানি চলছে

জাতীয়

আজ এশিয়ার বৃহত্তম সার কারখানা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৩, ০৯:২১ এএম

আজ এশিয়ার বৃহত্তম সার কারখানা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

এশিয়ার বৃহত্তম সার কারখানা হিসেবে নরসিংদীর ‘পলাশ-ঘোড়াশাল ইউরিয়া ফার্টিলাইজার’ প্রকল্প আজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সার কারখানা উদ্বোধন এবং প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নরসিংদীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ ১৯ বছর পর নরসিংদী আসছেন। প্রধানমন্ত্রীর আগমন নিয়ে জেলাবাসী স্বপ্ন বুনছেন। এর আগে তিনি সর্বশেষ এসেছেন ২০০৪ সালের ২২ এপ্রিল। সে সময় তিনি বিরোধী দলের প্রধান হিসেবে নরসিংদী স্টেডিয়ামে এক জনসভায় যোগ দেন। এবার তিনি আসছেন সরকারপ্রধান হিসেবে। জেলা শহর ঘুরে দেখা গেছে, প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে সাজ সাজ রব পুরো জেলায়। নরসিংদী শহরে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ফিরিস্তি তুলে ধরে সাঁটানো হয়েছে ব্যানার-ফেস্টুন। শহরের প্রধান প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি ছেয়ে গেছে পোস্টারে। সড়কের ময়লা-আবর্জনা পরিচ্ছন্ন করাসহ পৌর শহরের প্রতিটি রাস্তা সংস্কার করা হয়েছে। সড়কের মোড়ে মোড়ে ও বিভিন্ন স্থাপনায় আলোকসজ্জা ও সৌন্দর্যবর্ধনের কাজ হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানার একটি পত্র সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৪ অক্টোবর সরকার উদ্যোগ নেয় উচ্চক্ষমতা সম্পন্ন, শক্তিসাশ্রয়ী, পরিবেশবান্ধব ও আধুনিক প্রযুক্তিনির্ভর একটি সার কারখানা নির্মাণের। ২০২০ সালের ১০ মার্চ ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের কাজ শুরু হয়। এর দায়িত্ব পায় সিসি সেভেন নামে একটি চীনা এবং মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান। দুই প্রতিষ্ঠানের সমন্বয়ে ২০২৩ সালের ডিসেম্বরে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও দুই মাস আগেই তা শেষ হয়ে যায়। এখন পরীক্ষামূলক সার উৎপাদন করছে কারখানাটি। ১১০ একর জমির উপর নির্মিত এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৫ হাজার ৫শ কোটি টাকা। এই কারখানার বার্ষিক উৎপাদন ক্ষমতা ধরা হয়েছে ৯ লাখ ২৪ হাজার মেট্রিক টন। প্রতিদিন ২ হাজার ৮শ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২২ সালের ২১ এপ্রিল গণভবন থেকে ভার্চুয়ালি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন বলেন, দীর্ঘদিন পর প্রধানমন্ত্রীকে দেখার জন্য যে লোক জমায়েত হবে, তাতে মুছলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে জায়গা দেয়া সম্ভব হবে না। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে বরণ করার জন্য জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সব রকমের আয়োজন করা হয়েছে এবং নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে তাকে বরণ করে নেবে। আগামী নির্বাচনে নরসিংদীর ৫টি আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিজয়ী হবেন। নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সিসিটিভির আওতায় এনে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হবে পুরো শহর। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় প্রায় সাড়ে ৭ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হবে। শিল্প মন্ত্রণালয় সূত্রে আরো জানা গেছে, কারখানা উদ্বোধন হওয়ার পর দেশের অভ্যন্তরে সারের ঘাটতি পূরণের পাশাপাশি আমদানি নির্ভরতা অনেকটা কমে আসবে। এছাড়া, এ কারখানায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৩০ হাজার মানুষের কর্মসংস্থান হবে। নরসিংদী জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নরসিংদীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নেয়া হয়েছে কড়া পুলিশি নিরাপত্তা। এছাড়া বিজিবি, বিএসএফ, র‌্যাব এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা সক্রিয় রয়েছেন। প্রকল্প উদ্বোধন স্থল এবং নরসিংদী মুছলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম জনসমাবেশ স্থলসহ গোটা নরসিংদী শহরে সিসিটিভি স্থাপন হয়েছে। প্রধানমন্ত্রী প্রথমে প্রকল্প উদ্বোধন করবেন। এরপর পলাশ উপজেলায় সুধী সমাবেশে অংশ নেবেন। এরপর সার্কিট হাউসে মধ্যাহ্ন ভোজের পর স্টেডিয়ামের জনসভায় প্রধান অতিথির ভাষণ শেষে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App