×

জাতীয়

গাজায় শিশু হত্যা বন্ধে বিশ্ব নেতাদের ভূমিকা চায় খেলাঘর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৩, ০৯:৫৮ পিএম

গাজায় শিশু হত্যা বন্ধে বিশ্ব নেতাদের ভূমিকা চায় খেলাঘর

ছবি: ভোরের কাগজ

জাতিসংঘের পক্ষ থেকে বিশেষ অধিবেশন ডেকে গাজায় ইসরাইলের হামলা বন্ধের দাবি জানিয়েছে জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর। সেইসঙ্গে মানবতাবিরোধী এই অপরাধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায় সহ গোটা পৃথিবীর সকল মানবিক মানুষের দৃষ্টি আকর্ষন করেছেন সংগঠনের নেতারা। পাশাপাশি গাজায় শিশু সহ আহত সকলের সুচিকিৎসা নিশ্চিত করারও দাবি সংগঠনের নেতাদের। শনিবার (১১ নভেম্বর) বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘প্যালেস্টাইনে ইসরাইলী আগ্রাসন বন্ধ কর-গাজায় নির্বিচারে শিশু হত্যা বন্ধের দাবিতে’ রাজধানী ঢাকা সহ সারাদেশে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানায় খেলাঘর আসর। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক প্রণয় সাহা। বক্তব্য দেন উদীচীর সহ-সভাপতি প্রবীর সরদার, খেলাঘরের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ শরীফ আহমেদ, হাসান তারেক, হান্নান চৌধুরী, শফিকুর রহমান শহীদ, সুনীল সরকার, আশরাফিয়া আলী আহমেদ নান্তু, প্রবীর সাহা, সাংবাদিক অশোকেশ রায়, সাংবাদিক রাজন ভট্টাচার্য, আবদুল মান্নান, সুজন মজুমদার, শিল্পী সাহা, শামীম সিকদার, কুলসুম আক্তার জান্নাত প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, পুরো প্যালেস্টাইনজুড়ে এখন মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। সেখানে প্রতি ১০ মিনিটে হামলায় মৃত্যু হচ্ছে একজন শিশুর। দিনে মারা যাচ্ছে ১৬০ জন শিশু। এখন পর্যন্ত শিশু মৃত্যুর সংখ্যা চার হাজার ছাড়িয়ে গেছে। হাসপাতাল, আবাসিক এলাকা থেকে শুরু করে সকল স্থানে হামলা করে পুরো অঞ্চলকে মৃত্যু উপত্যকায় পরিণত করা হয়েছে। এই পরিস্থিতিতে জাতিসংঘসহ বিশ্ব নেতাদের এগিয়ে আসার বিকল্প নেই। আমরা চাই পৃথিবীর সকল শিশু মুক্ত পরিবেশে হাসার সুযোগ পাক। তারা ন্যায্য অধিকার নিয়ে বসবাস করুক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App