×

জাতীয়

এশিয়ার সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই ঢাবি-বুয়েট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৩, ০৮:৩৬ পিএম

এশিয়ার সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই ঢাবি-বুয়েট

ছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয় নিয়ে করা র‌্যাংকিং সংস্থাগুলোর মধ্যে অন্যতম একটি হল যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াক কোয়ারেলি সায়মন্ডসের 'কিউএস ইউনিভার্সিটি র‌্যাংকিং'। কিউএস প্রতি বছর কয়েকটি মানদণ্ডের ভিত্তিতে বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর বার্ষিক একটি র‌্যাংকিং প্রকাশ করে।

তাদের এবারের পরিসংখ্যানে (২০২৪) এশিয়ার শীর্ষ ইউনিভার্সিটির সারিতে সেরা ১০০ প্রতিষ্ঠানের তালিকায় বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের নাম নেই। এ তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৪০তম। অন্যদিকে এশিয়ার সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভারতের আছে ৭টি ও পাকিস্তানের আছে ২টি বিশ্ববিদ্যালয়। এছাড়া সেরা ২০০ তালিকায় ভারতের ১৭টি ও পাকিস্তানের ৭টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।

বুধবার (৮ নভেম্বর) এশিয়ার সেরা ৮৫৬ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে শিক্ষা ও গবেষণা সংস্থা কিউএস। প্রতি বছরের নভেম্বরের শুরুতে এ তালিকা প্রকাশ করে প্রতিষ্ঠানটি। এ র‌্যাংকিং প্রধানত ১১টি সূচকের ওপর ভিত্তি করে তৈরি করা হয়ে থাকে। এরমধ্যে একাডেমিক কার্যক্রম, পিএইচডিধারী কর্মী ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা বিবেচনা করা হয়।

সংস্থাটির করা এবারের তালিকায় শীর্ষে আছে এশিয়ার তিনটি বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠান তিনটি হল চীনের পিকিং ইউনিভার্সিটি, হংকংয়ের দ্য ইউনিভার্সিটি অব হংকং ও সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর। এর পরে দক্ষিণ এশিয়ার দেশ ভারতের 'ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি বোম্বে' রয়েছে সে তালিকার ৪০তম অবস্থানে। তাছাড়া তালিকার ৬৪তম অবস্থানে রয়েছে পাকিস্তানের 'ইসলামাবাদ ন্যাশনাল ইন্সটিটিউট অব সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি'।

সেরা ৫০০ তালিকায় স্থান পাওয়া বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো হলো-ব্র্যাক ইউনিভার্সিটি (২৮১-২৯০), গাজীপুরের ডুয়েট (৩৫১-৪০০), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (৩৫১-৪০০), ড্যাফোডিল ইউনিভার্সিটি (৪০১-৪৫০), শাহজালাল ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (৪৫১-৫০০), ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি (৪৫১-৫০০), আইইউটি (৫৪১-৫০০) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় (৪৫১-৫০০)।

এর আগে ২০২২ সালে টাইমস হায়ার এডুকেশনের র‌্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ৬০১ থেকে ৮০০-এর মধ্যে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App