×

জাতীয়

হাউসবোটে আগুন, জম্মু-কাশ্মীরে ৩ বাংলাদেশি নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৩, ০৬:৩০ পিএম

হাউসবোটে আগুন, জম্মু-কাশ্মীরে ৩ বাংলাদেশি নিহত

ছবি: সংগৃহীত

ভারতের জম্মু-কাশ্মীরের ডাল লেকে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে হাউসবোট। এতে তিন বাংলাদেশি পর্যটকের মৃত্যু হয়েছে। তবে আগুন লাগার কারণ এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। শনিবার (১১ নভেম্বর) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। পুলিশ জানিয়েছে, সকালে ডাল লেকের ৯ নম্বর ঘাটের কাছে একটি হাউসবোটে আগুন লাগে এবং দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় আগুন অন্যান্য হাউসবোটগুলোকে গ্রাস করে। অগ্নিকাণ্ডে হ্রদের বেশ কয়েকটি হাউসবোট পুড়ে ছাই হয়ে যায়। এর কয়েক ঘন্টা পরে কয়েকটি মৃতদেহ পাওয়া গেছে। অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া সাফিনা হাউসবোটে থাকা তিন পর্যটক বাংলাদেশি নাগরিক। বরাবরই পর্যটকদের অন্য়তম প্রিয় ডেস্টিনেশন এই ডাল লেক। বহু পর্যটকই ডাল লেকে হাউসবোটে থাকে। হাউসবোটে আগুন লাগার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। কয়েক দিন আগেই কাশ্মীরের মরশুমের প্রথম তুষারপাত হয়েছিল। আর তা দেখেই খুশির হাওয়া বয় পর্যটকমহলে। সেই খুশির মধ্যেই ভূ-স্বর্গে ছড়াল আতঙ্ক। প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় শ্রীনগরের হুমামা এলাকায় একটি তিন তলা বাড়িতে আগুন লাগার ঘটনা সামনে আসে। তার আগে জুলাই মাসে হাউসবোটে আগুন লাগার ঘটনা ঘটেছিল। সেবারও আগুন লেগেছিল শ্রীনগরের ডাল লেকেই। অগাস্ট মাসে রামবান জেলায় আগুন লেগে মৃত্যু হয় তিন জনের, আহত হন ২ জন। সেবার আগুন ধরে গিয়েছিল ছোট ঝুপড়িতে। জম্মু-কাশ্মীরের গানডেরবনাল জেলায় একটি সরকারি কলেজে জুলাই মাসে আগুন লাগে। অন্যদিকে, শনিবার পাঞ্জাবে একটি প্লাসটিক কারখানায় ভয়াবহ আগুন লাগে। ঘটনাটি ঘটে পাঞ্জাবের লুধিয়ানার মাঙ্গিল নিচি গ্রামে। ঘটনার খবর পাওয়ার পর কিছুক্ষণের মধ্য়ে সেখানে পৌঁছয় দমকলবাহিনী। কী কারণে আগুন লাগল তা এখনও পর্যন্ত জানা যায়নি।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App