×

জাতীয়

সড়কপথ যেন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৩, ০২:২১ পিএম

সড়কপথ যেন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে

চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দূর্ঘটনায় ৭ জনের প্রাণহানীতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

মঙ্গলবার এক শোকবার্তায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

এক শোক বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, সড়কপথ যেন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন সড়কে মৃত্যুর মিছিল মেনে নেয়া যায় না।

প্রতিদিনই সড়কে মানুষের জীবন যাবে এটাই যেন স্বাভাবিক হয়ে উঠেছে। প্রতিটি দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়, কিন্তু তদন্ত রিপোর্ট কেউ জানে না। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়না বলেই কমছে না দুর্ঘটনা।

তিনি বলেন, তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নিহত ও আহতদের পরিবার প্রতি যৌক্তিক ক্ষতিপূরণ দেয়ার দাবিও জানিয়েছেন তিনি। একইসঙ্গে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App