×

জাতীয়

পাহাড়ে ৩৩ কেন্দ্রের জন্য হেলিকপ্টার চায় মাঠ কর্মকর্তারা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩, ০৭:৪১ পিএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দূরদূরান্তের দুর্গম এলাকার ৩৩ কেন্দ্রে ভোটের উপকরণ পৌঁছাতে হেলিকপ্টার চায় নির্বাচন কমিশনের (ইসি) মাঠ কর্মকর্তারা। এ সম্পর্কিত এক চিঠিতে তারা এ সুবিধা চেয়েছে বলে ইসি সূত্রে জাান গেছে। সোমবার (৬ নভেম্বর) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, সম্প্রতি পার্বত্য তিন জেলা কর্মকর্তাদের কাছে কতটি কেন্দ্রের জন্য হেলিকপ্টার প্রয়োজন, তা জানতে চেয়ে চিঠি দেয় কমিশন। পরবর্তীতে ওইসব জেলা থেকে ৩৩ কেন্দ্রের কথা বলা হয়। এক্ষেত্রে খাগড়াছড়ি জেলায় ৩টি, বান্দরবান জেলায় ১২টি এবং রাঙ্গামাটি জেলায় ১৮টি ভোট কেন্দ্র; মোট ৩৩ কেন্দ্রের জন্য হেলিকপ্টারের প্রয়োজন বলে জানান তারা। এর আগেও পার্বত্য অঞ্চলের দুর্গম ভোটকেন্দ্রে যাতায়াত ও ভোটের উপকরণ পাঠাতে বিমানবাহিনীর হেলিকপ্টার ব্যবহার করেছে ইসি। এবারও তাই করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App