×

জাতীয়

রাজধানীতে দুই বাসে আগুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৩, ০৬:৪১ পিএম

রাজধানীতে দুই বাসে আগুন

ঢাবির চৈতালি বাস। বরিবার এতে আগুন ধরিয়ে দেয় দৃর্বত্তরা। ছবি: ভোরের কাগজ

রাজধানীতে দুই বাসে আগুন
বিএনপির ডাকা দ্বিতীয় দফার অবরোধের প্রথম দিনে রাজধানীতে দুই বাসে আগুন দিয়েছে দৃর্বত্তরা। রবিবার (৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে মিরপুরে বাংলা কলেজের সামনে একটি বাসে এবং বাংলা মোটরে এক বাসে আগুন দেয় তারা। মিরপুরে বাংলা কলেজের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চৈতালী বাসে আগুন দেয় দৃর্বত্তরা। শিক্ষার্থীদের নামিয়ে বাসটি কল্যাণপুর ডিপোতে ফিরে যাচ্ছিল। [caption id="attachment_474405" align="aligncenter" width="1600"] রবিবার সন্ধ্যায় বাংলামোটর মোড়ে রূপায়ন টাওয়ারের সামনে বাসে আগুন দিয়েছে একদল দুর্বত্ত। ছবি: ভোরের কাগজ[/caption] এদিকে সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলামোটর মোড়ে রূপায়ন টাওয়ারের সামনে একটি বাসে আগুন দিয়েছে একদল দুর্বত্ত। ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। ঢাকায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে ভোররাতেও। আজ ভোররাত চারটায় ডেমরার মাতুয়াইলের সাদ্দাম মার্কেটের সামনে এবং শ্যামপুরের জুরাইন বালুর মাঠ এলাকায় দুটি বাসে আগুন দেয়া হয়। এরপর ভোর সোয়া পাঁচটায় মিরপুর-৬ নম্বরে একটি বাসে আগুন দেয়া হয়েছে। সকালে মেরাদিয়ার বাঁশপট্টি এলাকায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তাতে ওই বাসের যাত্রী সবুজ মিয়া (৩০) দগ্ধ হয়েছেন, যিনি অপর একটি বাসের চালক। এর আগে গতকাল শনিবার রাতে রাজধানীর গুলিস্তানে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই দিন সন্ধ্যায় রাজধানীর আরও তিনটি এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে রাজধানীর নিউমার্কেট, এলিফ্যান্ট রোড ও সায়েদাবাদ জনপথের মোড়ে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App