×

জাতীয়

যুক্তরাজ্যে বাংলাদেশি নার্সদের উচ্চশিক্ষার সুযোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৩, ০৯:০৮ পিএম

যুক্তরাজ্যে বাংলাদেশি নার্সদের উচ্চশিক্ষার সুযোগ
ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ, টঙ্গী এবং সালফোর্ড ইউনিভার্সিটি, ম্যানচেস্টার, যুক্তরাজ্য শুক্রবার ঢাকার ব্রিটিশ কাউন্সিল অডিটোরিয়ামে পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেনের উপস্থিতিতে সহযোগিতার একটি চুক্তি স্বাক্ষর করেছে। অধ্যাপক ডা. টিটু মিয়া, মহাপরিচালক, চিকিৎসা শিক্ষা অধিদপ্তর (ডিজিএমই); মাকসুরা নূর, এনডিসি, মহাপরিচালক, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর; অধ্যাপক ডাঃ মোঃ শফিকুল আলম চৌধুরী, অধ্যক্ষ, ঢাকা মেডিকেল কলেজ; ইন্টারন্যাশনাল মেডিকেয়ার লিমিটেডের চেয়ারম্যান ডঃ আহমেদ আল-কবীর; সালফোর্ড ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল অ্যান্ড এন্টারপ্রাইজের একাডেমিক ডিন ডঃ নাওমি শার্পলস এবং সালফোর্ড ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের পরিচালক মিসেস ন্যান্সি কুক; ব্রিটিশ কাউন্সিল ঢাকার পরিচালক টম মিসিওসিয়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইন্টারন্যাশনাল নার্সিং কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান এম এ মুবিন খান এবং সালফোর্ড ইউনিভার্সিটির স্কুল অফ হেলথ অ্যান্ড সোসাইটির ডিন অধ্যাপক মার্গারেট রো তাদের প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানগুলো নার্সিং শিক্ষকদের প্রশিক্ষণ, নার্সদের উচ্চশিক্ষার সুবিধা এবং বাংলাদেশের স্বাস্থ্য খাতে দক্ষতা বৃদ্ধিতে একসঙ্গে কাজ করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর যুক্তরাজ্যে বাংলাদেশি নার্সদের উচ্চশিক্ষা এবং ক্যারিয়ারের সম্ভাবনার ওপর একটি সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন নার্সিং প্রতিষ্ঠানের নার্সিং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এবং তারা বক্তাদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App