×

জাতীয়

পরিবেশ দূষণ রোধ করে পৃথিবীকে সুস্থ করতে হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৩, ০৭:৪৮ পিএম

পরিবেশ দূষণ রোধ করে পৃথিবীকে সুস্থ করতে হবে

ক্যাপসের প্রশিক্ষণ কর্মশালায় অতিথিরা। ছবি: ভোরের কাগজ

পরিবেশ দূষণ রোধ করে পৃথিবীকে সুস্থ করতে হবে

ক্যাপসের কর্মশালায় অংশগ্রহণকারীরা। ছবি: ভোরের কাগজ

জলবায়ু পরিবর্তন নিয়ে নিজে জানতে হবে এবং এই বিষয়টি সবাইকে জানাতে হবে। আমাদেরকে পরিবেশ দূষণ রোধ করে পৃথিবীকে সুস্থ করতে হবে। দূষণের ক্ষত সারিয়ে তুলতে হবে যেন আমরা বেঁচে থাকতে পারি বলে মন্তব্য করেছেন, অর্থ মন্ত্রনালয় বিষয়ক সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য রানা মোহাম্মদ সোহেল এমপি। শনিবার (৪ অক্টোবর) রাজধানীর পিআইবি মিলনায়তনে জার্নালিজম ইন দ্যা এজ অব ক্লাইমেট একশন: কপ ২৮ কাভারেজ স্ট্র্যাটিজিকস এন্ড মেনটরিং' শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসন্ন জলবায়ু সম্মেলনের (কপ ২৮) সংবাদ গ্রহণের প্রস্তুতির লক্ষ্যে বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) এবং প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) এই কর্মশালার আয়োজন করেছে। জলবায়ু সম্মেলন কাভার করতে ইচ্ছুক এবং অংশগ্রহণ করবেন এমন প্রায় শতাধিক এর বেশি সাংবাদিক ও মিডিয়াকর্মীর দক্ষতা উন্নয়ন ও মেনটরিং কর্মশালায় প্রশিক্ষণ গ্রহণ করেন। [caption id="attachment_474214" align="aligncenter" width="1600"] ক্যাপসের কর্মশালায় অংশগ্রহণকারীরা। ছবি: ভোরের কাগজ[/caption] পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সুইডেন দূতাবাস, বাংলাদেশের ফার্স্ট সেক্রেটারি নাইওকা মার্টিনেজ ব্যাকস্ট্রোম। কর্মশালার প্রধান সমন্বয়কারী হিসেবে ছিলেন ক্যাপসের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার। রানা মোহাম্মদ সোহেল বলেন, জলবায়ু সম্মেলনে বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা হয়। দেশের জন্য যে বিষয় গুলো দরকার তা চিহ্নিত করে সমাধানের দিকে যেতে হবে। বিশ্বের জন্যও অবদান রাখতে হবে। সব বিষয়ে হয়তো লিখতেও পারবো না। সম্মেলনের দুই সপ্তাহের মধ্যে চিহ্নিত কিছু বিষয়ে মনযোগ দিতে হবে। আশা করি আগামীর জলবায়ু সম্মেলনে দুইদিনের এই কর্মশালা বেশ কাজে দিবে। অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার বলেন, বায়ু দূষণ ও জলবায়ু পরিবর্তন একই মুদ্রার দুটো পিঠ, স্থানীয় পর্যায়ে বায়ু দূষণ সমস্যার সমাধান সহ বৈশ্বিক প্রেক্ষাপটে জলবায়ু সম্মেলনের অংশগ্রহণের মাধ্যমে পরিবেশ রক্ষায় কাজ করতে পারে প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়া। সভাপতির বক্তব্যে পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, জলবায়ু দূষিত হওয়ার কারণে পরিবেশে যে ভয়ানক প্রভাব পরছে তা অতিদ্রুত রোধ করা জরুরি। এর জন্য একযোগে কাজ করার কথাও তিনি বলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App