×

জাতীয়

কমল হজের খরচ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৩, ০৬:২০ পিএম

কমল হজের খরচ

ছবি: সংগৃহীত

২০২৪ সালের দু’টি প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এবার হজ খরচ কমেছে। সাধারণ প্যাকেজে হজ করতে পাঁচ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা এবং বিশেষ প্যাকেজের মাধ্যমে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা ব্যয় ধরা হয়েছে। এর আগে গত বছর সরকারিভাবে একটি হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছিল। ওই প্যাকেজের ব্যয় ধরা হয়েছিল ছয় লাখ ৮৩ হাজার ১৮ টাকা। বৃহস্পতিবার (২ নভেম্বর) সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় হজ প্যাকেজ চূড়ান্ত করা হয়। এরপর সংবাদ সম্মেলন করে হজ প্যাকেজের বিস্তারিত জানান ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। তিনি আরো জানান, চাঁদ দেখা সাপেক্ষে ২০২৪ সালের ১৬ জুন হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে হজ করতে পারবেন এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। তাদের মধ্যে সরকারি মাধ্যমে হজ করতে পারবেন ১০ হাজার ১৯৮ জন এবং বেসরকারি এজেন্সির মাধ্যমে হজ করতে পারবেন এক লাখ ১৭ হাজার জন।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App