×

জাতীয়

শ্রীলঙ্কাকে ওষুধ সহায়তা দিল বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৩, ০৫:২৭ পিএম

শ্রীলঙ্কাকে ওষুধ সহায়তা দিল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার জনগণের জন্য চিকিৎসা ও ওষুধ সহায়তা দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে সহায়তা সামগ্রী তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনফারেন্স হলে এই সহায়তা তুলে দেয়া হয়। বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত হাইকমিশনার রুয়ান্থি ডেলপাটিয়া এ সহায়তা গ্রহণ করেন। আব্দুল মোমেন বলেন, শ্রীলঙ্কার সঙ্গে আমাদের অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। তাদের আমরা এর আগে যে ঋণ দিয়েছিলাম, সেটা তারা যথাসময়ে সুদসহ ফেরত দিয়েছে। সেজন্য আমরা তাদের এবারো সহযোগিতা দিচ্ছি। রুয়ান্থি ডেলপাটিয়া বলেন, ১ মিলিয়ন ডলারের মেডিসিন সহায়তা পেয়ে সত্যি আমরা আনন্দিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক ধন্যবাদ। বাংলাদেশ ও শ্রীলঙ্কার অকৃত্রিম বন্ধুত্ব আরো শক্তিশালী হবে। এছাড়া পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও শ্রীলঙ্কা হাইকমিশনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App