×

জাতীয়

সেই পোশাক শ্রমিককে জীবিত উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৩, ১১:৫২ এএম

সেই পোশাক শ্রমিককে জীবিত উদ্ধার

ছবি: ভোরের কাগজ

নিখোঁজ হওয়া গার্মেন্টসকর্মী জোসনা বেগমকে রাজধানীর পল্লবী এলাকা থেকে জীবিত উদ্ধার করেছে র‌্যাব। তাকে হত্যা ও গুম করা হয়েছিলো বলে দাবী করে আন্দোলনে নেমেছিলেন পোশাক শ্রমিকরা। বৃহস্পতিবার (২ নভেম্বের)  এ তথ্য জানায় র‍্যাব।

র‍্যাব জানায়, গত ৩১ অক্টোবর ঢাকা মহানগরীর মিরপুরের একটি গার্মেন্টস সংঘর্ষে জোসনা নামে এক গার্মেন্টসকর্মী নিহত হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে।

হত্যা ও গুজবকে ঘিরে গত ১ নভেম্বর গার্মেন্টস কর্মীদের আন্দোলন দিনভর চলমান থাকে। এ প্রেক্ষিতে র‌্যাব-৪ আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে। তারা জানান, গার্মেন্টস কর্মী জোসনা বেগমকে হত্যা করে তার লাশ গুম করে ফেলা হয়েছে। এরই ধারাবাহিকাতায় র‌্যাব-৪ এ ব্যাপারে গোয়েন্দা নজরদারী এবং তদন্ত কার্যক্রম শুরু করে।

পরবর্তীতে গত ১ নভেম্বর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪ 'হত্যার পর গুম করা নিখোঁজ' জোসনা বেগমকে ঢাকা মহানগরীর পল্লবীর কালশী এলাকা থেকে জীবিত উদ্ধার করে। বর্তমানে তিনি নিজ বাসায় সুস্থ ও স্বাভাবিক আছেন এবং র‍্যাব-৪ তার সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App