×

জাতীয়

পুলিশের গুলিতে শ্রমিক হত্যাকারীদের বিচারের দাবি সিপিবির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৩, ০৯:১৭ পিএম

পুলিশের গুলিতে শ্রমিক হত্যাকারীদের বিচারের দাবি সিপিবির

ছবি: সংগৃহীত

গাজীপুরে পুলিশের গুলিতে গার্মেন্টস শ্রমিক হত্যার প্রতিবাদ নিন্দা জানিয়ে হত্যাকারিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি- সিপিবি মঙ্গলবার (৩১ অক্টোবর) বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শাহ্ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক যুক্ত বিবৃতিতে এ দাবি জানান। নেতারা বিবৃতিতে বলেন, শ্রমিকদের মজুরি বাড়ানোর ন্যায্য দাবি মেনে না নিয়ে তাদের উপর দমন পীড়ন, হামলা-মামলা , গুলি করে শ্রমিকদের হত্যা করে এই আন্দোলন পণ্ড করা যাবে না। এই বর্বরোচিত নেক্কারজনক শ্রমিক হত্যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে এই হত্যাকারীদের খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে এবং সরকারকে শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিয়ে এই শিল্পকে রক্ষার উদ্যোগ নিতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App