×

জাতীয়

জবি ছাত্রদলের তিন নেতা রিমান্ডে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৩, ০৪:৫৬ পিএম

জবি ছাত্রদলের তিন নেতা রিমান্ডে

জবি ছাত্রদলের তিন নেতা

নাশকতার অভিযোগে কোতোয়ালী থানার মামলায় গ্রেপ্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের তিন নেতাসহ চারজনকে দুইদিনের রিমান্ডে নেয়া হয়েছে। আসামিরা হলেন- জবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেল, হাসিবুল হাসান ও সহ সাধারণ সম্পাদক সাইদুজ্জামান সরকার সাইদী। আরেক আসামি হলেন ঢাকা মহানগর দক্ষিণের ৩৫ নং ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম চানু। মঙ্গলবার (৩১ অক্টোবর) আসামিদের আদালতে হাজির করে কোতোয়ালী থানা পুলিশ। এরপর তাদের বিরুদ্ধে চলতি বছরের মে মাসে নাশকতার মামলা সুষ্ঠু তদন্তের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম আসামিদের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে কোতোয়ালী থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা আশ্রাব আলী বিষয়টি জানান। এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের শান্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এদিকে মামলার এজাহার থেকে জানা যায়, চলতি বছরের ২৩ মে সকাল ৫ টা ১০ মিনিটের দিকে পুরান ঢাকার জিন্দাবাহার পার্ক এলাকায় বিএনপি, ছাত্রদল ও অঙ্গসংগঠন মিলে ১৬০/১৭০ নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে অবৈধভাবে জনতাবদ্ধ হয়ে স্লোগান দিতে থাকে। এসময় তারা জনমনে ভীতি প্রদর্শন ও সরকার উৎখাতে নানা বক্তব্য দিতে থাকে। এসময় এলাকাবাসী বাধা দিলে তাদের ওপর লাঠি সোটা দিয়ে হামলা করে নেতাকর্মীরা। এ ঘটনায় কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App