×

জাতীয়

অবিলম্বে ২৫ হাজার টাকা মজুরি ঘোষণার দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৩, ১০:৩৮ পিএম

অবিলম্বে ২৫ হাজার টাকা মজুরি ঘোষণার দাবি

পুরোনো ছবি

গাজীপুরে পুলিশের গুলিতে রাসেল হাওলাদার নামের শ্রমিকের মৃত্যুতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গার্মেন্ট শ্রমিক আন্দোলন। সোমবার (৩০ অক্টোবর) সংগঠনের সমন্বয়কারী তাসলিমা আখ্তার এবং সদস্য সচিব সাদেকুর রহমান শামীম এক যৌথ বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে এই নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মজুরির দাবিতে দেশের বিভিন্ন শ্রমিক অঞ্চলে শ্রমিকদের নানান বিক্ষোভ চলছে। সেই বিক্ষোভকে দমন করার জন্য পুলিশ এমন গুলি চালিয়েছে যা কোনোভাবেই যৌক্তিক নয়। মৃত রাসেল হাওলাদার মাত্র ২৬ বছরের একজন তরুণ, ছিলেন বাসন থানার এলাকার ডিজাইন এক্সপ্রেস লিমিটেডের ইলেক্ট্রেশিয়ান; তার মুত্যু মেনে নেয়া যায় না। নেতৃবৃন্দ আরো বলেন, গত পাঁচ বছরে শ্রমিকদের মজুরি বাড়েনি অথচ দেশে মুদ্রাস্ফীতি ও বাজারের অবস্থা ভয়াবহ। সাধারণ যৌক্তিক নিয়মেই মজুরি বাড়ার কথা ছিল। ৫ বছর পর মজুরি বোর্ড গঠন হয়েছে এবং সেটার ৬ মাস পার হলেও মজুরি বোর্ড মজুরি এখনো ঘোষণা করে নি। নির্বাচনী ডামাডোলে শ্রমিকদের মজুরি আরো অনিশ্চতায় পড়েছে। নেতৃবৃন্দ আরো বলেন, গাজীপুরের শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে গত ৭ দিন ধরে আন্দোলন করছে। অথচ পুলিশ আজকে সন্ত্রাসী কায়দায় নির্বিচারে ও অযৌক্তিকভাবে গুলি করে একজন শ্রমিকের জীবন কেড়ে নিলেন। নেতৃবৃন্দ বলেন, নির্বাচন নিয়ে যখন দেশে অনিশ্চয়তা কথন শ্রমিকদেরকে আরো ভয়ঙ্কর অবস্থঅয় ফেলা হয়েছে। মজুরি বোর্ড গঠনের ৬ মাস পার হয়ে ৭ মাস হতে চললো সেখানে যথাসময়ে মজুরির ঘোষণা না দিয়ে বোর্ড টালবাহানা করছে। নির্বাচনী ডামাডোলের মধ্যে শ্রমিকদের অনিশচয়তায় ফেলে যারা শ্রমিকদের ন্যায্য দাবিকে অগ্রাহ্য উপেক্ষা করতে চায় তারা মোটাদাগে অর্থনীতি ও শিল্পের বিকাশ চায়না। অবিলম্বে শ্রমিকদের জীবনমান ও বর্তমান বাজার অনুযায়ী ২৫,০০০ টাকা মজুরির দাবির প্রেক্ষিতে নতুন মজুরি ঘোষণা করুন। মজুরি ২৫,০০০ টাকা ঘোষণা করুন। নেতৃবৃন্দ আরো বলেন, শ্রমিক রাসেল হাওলাদারের মৃত্যু বৃথা যাবে না। গার্মেন্টের আন্দোলনে তাকে সবাই মনে রাখবে। অতি সত্বর রাসেল হাওলাদেরর মৃত্যুর দায়ে অভিযুক্তকে গ্রেফতার ও বিচার করতে হবে। সেই সাথে শ্রমিকদের শান্তিপূর্ণভাবে তোলা অন্যান্য দাবিদাওয়া গুলো মেনে নিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App