×

জাতীয়

অবরোধে মাঠে থাকবে র‌্যাবের ৩০০শ টহল দল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৩, ০৭:০৮ পিএম

অবরোধে মাঠে থাকবে র‌্যাবের ৩০০শ টহল দল

ছবি: ভোরের কাগজ

বিভিন্ন রাজনৈতিক দলের ৩ দিনের জন্য দেশব্যাপী অবরোধ কর্মসূচী ঘিরে যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‌্যাব। এরই পরিপ্রেক্ষিতে আগামীকাল ৩১ অক্টোবর থেকে র‌্যাবের ৩০০শ টহল দল নিয়োজিত থাকবে রাজধানী ঢাকাসহ পুরো দেশজুড়ে। সোমবার (৩০ অক্টোবর) র‌্যাব লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি ভোরের কাগজকে জানান। তিনি বলেন, আগামীকাল ৩১ অক্টোবর থেকে বিভিন্ন রাজনৈতিক দল ৩দিনের জন্য দেশব্যাপী অবরোধ কর্মসূচী ঘোষণা করেছে। জনজীবন স্বাভাবিক রাখাসহ তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ও পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা করতে র‌্যাব ফোর্সেস নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।। এরই পরিপ্রেক্ষিতে দেশব্যাপী র‌্যাব ফোর্সেসের ১৫টি ব্যাটালিয়নের ৩শ টহল দল নিয়োজিত থাকবে পুরো দেশ জুড়ে। পাশাপাশি দেশব্যাপী গোয়েন্দা নজরদারী কার্যক্রম চলমান থাকবে। কেউ যদি কোন ধরনের নাশকতা কিংবা সহিংসতার পরিকল্পনা করে তাকে সঙ্গে-সঙ্গে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। যে কোন উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় র‌্যাব ফোর্সেসের স্পেশাল টিম ও স্ট্রাইকিং ফোর্স রিজার্ভ রাখা হয়েছে। যে কোন নাশকতা ও সহিংসতা প্রতিরোধে র‌্যাব সার্বক্ষণিক দেশব্যাপী নিয়োজিত থাকবে। তিনি আরো বলেন, গত ২৮ অক্টোবরের মহাসমাবেশ ঘিরে দুস্কৃতিকারী ও সন্ত্রাসীরা নাশকতা এবং সহিংসতার মতো ঘটনা ঘটিয়েছে। যারা এই ধরনের নাশকতা ও সহিংসতার সঙ্গে জড়িত ছিল, তাদেরকে সিসিটিভি ফুটেজ, ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে শনাক্তপূর্বক আইনের আওতায় নিয়ে আসতে কাজ করছে র‌্যাব। সাম্প্রতিক সময়ে বিভিন্ন দলের রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে অনলাইনে স্বার্থান্বেষী ও সুযোগ সন্ধানীমহল বিভিন্ন উস্কানীমূলক তথ্য, মিথ্যা তথ্য বা গুজব ছড়াচ্ছে; বিভিন্ন ধরনের ভিডিও এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে জনমনে আতংঙ্ক সৃষ্টির মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অপচেষ্টা চালাচ্ছে। র‌্যাব ফোর্সেসের সাইবার মনিটরিং টিম এসকল দুষ্কৃতিকারীদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে কাজ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App