×

জাতীয়

বিএনপির ১০ নেতাকর্মীর কারাদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৩, ০২:৫১ পিএম

বিএনপির ১০ নেতাকর্মীর কারাদণ্ড

কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা ও ঢাকা-১০ আসনের এমপি পদপ্রার্থী রবিউল আলম রবি।

২০১৩ সালে রাজধানীর কলাবাগান থানা এলাকায় নাশকতার মামলায় বিএনপি ১০ নেতাকর্মীকে আড়াই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৩০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত মামলাটিতে পৃথক দুই ধারায় এ রায় ঘোষণা করেন।

আসামিদের মধ্যে অন্যতম হলেন- বিএনপি নেতা ও ঢাকা-১০ আসনের এমপি প্রার্থী শেখ রবিউল আলম রবি। বাকিরা হলেন, শাহ আলম সৈকত, জহিরুল হক দিনা, মোজাম্মেল হক বাবু, জাকির হোসেন, শাহিন ওরফে চাবি শাহিন, নোমান, কামরুজ্জামান চৌধুরী ওরফে মাসুদ, এলিন ও শহিদুল হক।

আসামিদের বিরুদ্ধে মামলায় এক ধারায় দুই বছর ও আরেক ধারায় ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি দুই ধারায় মোট ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো দুই মাসের সাজা দেওয়া হয়েছে। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত ৫৭ জনকে খালাস দিয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৬ অক্টোবর রাজধানীর কলাবাগান বাসস্ট্যান্ড এলাকায় ৪/৫টি ককটেল বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় কলাবাগান থানার উপ-পরিদর্শক এএফএম মনিরুজ্জামান বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. হারুন উর রশিদ আদালতে চার্জশিট দাখিল করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App